বিরাট ও উইলিয়ামসন টুইটার
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দর্শকসংখ্যায় রেকর্ড গড়ল। আইসিসি চ্যাম্পিয়নশিপগুলির মধ্যে সবচেয়ে বেশি মানুষ এই ম্যাচ দেখেছেন। টেস্টের জনপ্রিয়তা ফিরে পেতে টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচনা করেছিল আইসিসি। সেই চেষ্টা যে সফল হয়েছে, তা পরিসংখ্যানই স্পষ্ট। ১১ কোটি ৭০ লক্ষ (১১৭ মিলিয়ন) দর্শক ফাইনালের শেষ দিন কেন উইলিয়ামসন ও বিরাট কোহলীদের দ্বৈরথ দেখেছেন। ৮৯টি দেশের মানুষ এই খেলা দেখেছেন।
বৃষ্টির কথা মাথায় রেখে রিজার্ভ ডে রাখা হয়েছিল এই ম্যাচে। সেই দিনেই খেলার ফয়সালা হয়। তাই সেই দিনই সবচেয়ে বেশি দর্শক চোখ রেখেছিলেন এই খেলায়।
শুধু টেলিভিশনের পর্দায় নয়, ডিজিটাল প্ল্যাটফর্মেও প্রচুর মানুষ এই খেলা দেখেছেন। তবে ভারতে টেলিভিশনে এই খেলা দেখেছেন ৯৪.৬ শতাংশ দর্শক।
নিউজিল্যান্ডেও প্রচুর মানুষের নজর ছিল এই ম্যাচের দিকে। প্রতিদিন প্রায় ২ লক্ষ মানুষ রাত জেগে উইলিয়ামসন-টেলরদের খেলা দেখতেন। এই টেস্ট ঘিরে ইংল্যান্ডের ক্রিকেটপ্রেমীদের উৎসাহ ছিল সবচেয়ে বেশি।