কেনতো মোমোতা। ছবি টুইটার থেকে নেওয়া।
বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন খেলোয়াড় কেনতো মোমোতার করোনা ধরা পড়ল। এর পরিপ্রেক্ষিতে তাইল্যান্ড ওপেন থেকে দল তুলে নিল জাপান।
সংবাদ সংস্থাকে জাপান ব্যাডমিন্টন সংস্থার তরফে বলা হয়েছে, “করোনা পরীক্ষায় পজিটিভ এসেছে মোমোতার। ফলে তাইল্যান্ডে মোমোতা-সহ কোনও খেলোয়াড়কেই না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
নারিতা বিমানবন্দরে তাইল্যান্ডের উদ্দেশে জাপান দল উড়ে যাওয়ার ঠিক আগে মোমোতার কোভিড পরীক্ষার ফল পজিটিভ আসে। জানানো হয়েছে, মোমোতা ছাড়া জাপানের বাকি ২২ জন খেলোয়াড়ের কেউ কোভিড পজিটিভ নন। তবে তা সত্ত্বেও ঝুঁকি নেওয়া হয়নি। প্রত্যাহার করে নেওয়া হয়েছে দল।
আরও পড়ুন: জ্যামিসনের ৫ উইকেট, পাকিস্তান থামল ২৯৭ রানে
আরও পড়ুন: বসবে আরও দুটো স্টেন্ট, ১ মাসেই পুরো সুস্থ হবেন সৌরভ, দাবি
২৬ বছর বয়সি মোমোতা তাইল্যান্ড ওপেনে ফিরতে চলেছিলেন আন্তর্জাতিক ব্যাডমিন্টনে। গত বছরের জানুয়ারিতে গাড়ি দুর্ঘটনা হয়েছিল তাঁর। যার জন্য প্রায় বছর খানেক তিনি খেলার বাইরে ছিলেন। গত সপ্তাহে তিনি প্রথম নামেন কোনও প্রতিযোগিতায়। এবং নেমেই অল-জাপান চ্যাম্পিয়নশিপে জেতেন। তাইল্যান্ডে আন্তর্জাতিক প্রতিযোগিতায় নামার কথা ছিল তাঁর। কিন্তু তা হল না।