Sport News

নেমারকে দেখতে শিবিরে ব্রুনা

রাশিয়ায় অভিযানে নামার আগে দু’টো প্রস্তুতি ম্যাচ খেলবে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। লিভারপুলের অ্যানফিল্ড স্টেডিয়ামে ৩ জুন প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। ১০ জুন খেলবে অস্ট্রিয়ার বিরুদ্ধে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ মে ২০১৮ ০৪:১৮
Share:

জুটি: বান্ধবী ব্রুনাকে নিয়ে নেমার। তেরেজোপোলিসে। ছবি: টুইটার

মাত্র এক সপ্তাহের মধ্যেই বদলে গেল ব্রাজিল শিবিরের অন্দরমহলের ছবিটা। গত ২১ মে তেরেজোপোলিসে জাতীয় দলের শিবিরে নেমার দ্য সিলভা স্যান্টোস (জুনিয়র) যোগ দিলেও উদ্বেগ কমেনি কোচ তিতের। কিন্তু কয়েক দিনের মধ্যেই কোচের যাবতীয় সংশয় দূর করে দিলেন ব্রাজিল তারকা। দ্রুত সুস্থ হয়ে মাঠে ফেরা নেমারকে ঘিরেই এখন বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন তিতে।

Advertisement

শনিবার শিবিরের শেষ দিনে তেরেজোপোলিসে ভিড় করেছিলেন ব্রাজিলের ফুটবলপ্রেমীরা। ছিলেন ফুটবলার ও কোচ-সহ দলের অন্যান্য কর্মীদের আত্মীয়, বন্ধুরাও। কিন্তু সব কিছু ছাপিয়ে আকর্ষণের কেন্দ্রে ছিলেন নেমার ও ব্রুনা মাহকিজিনি। ভক্তদের সঙ্গে হাসিমুখে নিজস্বী তুলতেও দেখা গিয়েছে তাঁদের। শুধু তাই নয়। নেমার ছিলেন একেবারে অন্য মেজাজে। অনুশীলনের পরে ছেলে লুকার সঙ্গে খেলতেও নেমে পড়েন তিনি। যদিও ছেলের বিরুদ্ধে তিনি ছিলেন গোলরক্ষকের ভূমিকায়। কোচ তিতে-কেও দেখা গিয়েছে, নাতিকে কোলে নিয়ে ছবি তুলতে।

তেরেজোপেলিসে শনিবার সকালে এসেছিলেন ১৯৯৪ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল দলের কোচ কার্লোস আলবার্তো পাহিরা। ফুটবলারদের উজ্জীবিতও করেন তিনি। পাহিরা বলেছেন, ‘‘তিতে ও ফুটবলারদের সঙ্গে আমি কথা বলেছি। সব কিছুই সঠিক পথে এগোচ্ছে। এখন সময় হয়েছে মাঠে নেমে নিজেদের প্রমাণ করা। এ বারই আসল পরীক্ষা।’’ প্রাক্তন বিশ্বসেরা কোচের মতে রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে ব্রাজিলই।

Advertisement

রাশিয়ায় অভিযানে নামার আগে দু’টো প্রস্তুতি ম্যাচ খেলবে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। লিভারপুলের অ্যানফিল্ড স্টেডিয়ামে ৩ জুন প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। ১০ জুন খেলবে অস্ট্রিয়ার বিরুদ্ধে। এই দু’টো ম্যাচে নেমার খেলবেন কি না, তা এখনও স্পষ্ট না হলেও তাঁকে নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে!

প্যারিস সাঁ জারমাঁ তারকাকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছে রিয়াল মাদ্রিদ ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। দুই শিবিরের কর্তারাই দাবি করছেন, বিশ্বকাপের পরে নেমার তাঁদের দলে খেলবেন। নেমার যদিও জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে বিশ্বকাপ জেতা ছাড়া অন্য কিছু ভাবতে চান না। অথচ শনিবার একটি অনুষ্ঠানে ব্রাজিল তারকা বলেছেন, ‘‘পেপ গুয়ার্দিওলা এক জন ব্যতিক্রমী চরিত্র। গুয়ার্দিওলা বার্সেলোনা ছাড়ার পরেই আমি যোগ দিয়েছিলাম। তাই গুয়ার্দিওলার কোচিংয়ে খেলার স্বপ্ন অধরাই থেকে গিয়েছে। চাই অন্তত একবার ওঁর সঙ্গে কাজ করতে।’’ বিশ্বকাপের পরে কি তা হলে ম্যাঞ্চেস্টার সিটির জার্সি গায়ে খেলতে দেখা যাবে নেমারকে?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement