উচ্ছ্বাস: ফ্রান্সকে শেষ আটে তোলার পরে দেশঁ। ছবি: গেটি ইমেজেস।
আর্জেন্টিনা যখন এগিয়ে গিয়েছিল, তখনও তিনি ভয় পাননি। কারণ জানতেন, হাতে সময় থাকলে সব কিছুই সম্ভব। তিনি— দিদিয়ে দেশঁ। লিয়োনেল মেসির দলকে হারিয়ে শেষ আটে ওঠার পরে ফ্রান্সের কোচ বলেছেন, ‘‘হেরে যাব, এ রকম ভয় কখনওই পাইনি। জানতাম, হাতে সময় থাকলে ম্যাচে ফিরে আসতে পারব। ঠিক সেটাই হল।’’
পাশাপাশি দেশঁ এও বলেন, ‘‘আমাদের নিয়ে অনেক সমালোচনাই হচ্ছিল। যে সমালোচনার জবাব দেওয়ার খুব দরকার ছিল। আমরা সেই জবাবটা মাঠেই দিয়ে দিলাম।’’ নিজেদের খেলা নিয়ে দেশঁ বলেন, ‘‘আমরাও কিছু ভুল করেছি। তবে আমরা জানতাম, কী করতে হবে।’’
বিশ্বকাপের শুরু থেকে যে ভাবে তাঁদের সমালোচনা হয়েছে, তা যে মেনে নিতে পারেননি ফরাসি কোচ, তা দেশঁর কথায় পরিষ্কার। তিনি বলেন, ‘‘সমালোচনা নিশ্চয়ই হবে। আবার মাঠেই তার জবাব দিতে হবে। আমরা ঠিক সেটাই করেছি। মাঠে সেরাটা দিয়েছি। আর্জেন্টিনাকে ভুগিয়েছি।’’ দেশঁ যোগ করেন, ‘‘আগেই বলেছিলাম, এই রকম ম্যাচ খেলার জন্য আমরা মাসের পর মাস ধরে প্রস্তুতি নিয়েছি।’’