Wimbledon

উইম্বলডনে বাড়ছে পুরস্কারমূল্য, ট্রফি জিতলে জোকোভিচদের পকেটে এ বার কত কোটি টাকা ঢুকবে?

পরের মাস থেকে শুরু হতে চলেছে উইম্বলডন। তার আগেই ভাল খবর পেলেন টেনিস খেলোয়াড়েরা। প্রতিযোগিতার পুরস্কারমূল্য বাড়ল। তাই জিতলে এখন আরও বেশি টাকা পাওয়া যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুন ২০২৩ ১৫:১৪
Share:

নোভাক জোকোভিচ। — ফাইল চিত্র

পরের মাস থেকে শুরু হতে চলেছে উইম্বলডন। তার আগেই সুখবর পেলেন টেনিস খেলোয়াড়রা। এ বারের প্রতিযোগিতার পুরস্কারমূল্য বাড়তে চলেছে বেশ কিছুটা। গত বারের থেকে ১১.২ শতাংশ পুরস্কারমূল্য বাড়ছে। ফলে নোভাক জোকোভিচদের পকেটে ঢুকতে চলেছে আরও বেশি টাকা।

Advertisement

উইম্বলডনের আয়োজক অল ইংল্যান্ড লন টেনিস সংস্থা। তারা জানিয়েছে, পুরুষ এবং মহিলা বিভাগে বিজয়ী খেলোয়াড়েরা পাবেন ২৩ লক্ষ ৫০ হাজার পাউন্ড বা ভারতীয় মুদ্রায় সাড়ে ২৪ কোটি টাকা পাবেন। রানার-আপ পাবেন ১১ লক্ষ ৭৫ হাজার পাউন্ড বা ১২ কোটি ২০ লক্ষ টাকা।

এ ছাড়া, মূলপর্বের যোগ্যতা অর্জন করলেই মিলবে ৫৫ হাজার পাউন্ড বা ৫৭ লক্ষ টাকা। গত বারের থেকে তা ১০ শতাংশ বেড়েছে। ডাবলস, হুইলচেয়ার সিঙ্গলস এবং ডাবলস সবেতেই পুরস্কারমূল্যের পরিমাণ বেড়েছে।

Advertisement

আয়োজক সংস্থার চেয়ারম্যান ইয়ান হিউইট বলেছেন, “এ বার যাঁরা অংশগ্রহণ করতে চলেছেন তাঁদের পুরস্কারমূল্য বাড়াতে পেরে আমরা গর্বিত। প্রায় প্রতিটি বিভাগেই ১০ শতাংশের বেশি বরাদ্দ হয়েছে। এ ছাড়া, যাঁরা সিঙ্গলসের শুরুতে বিদায় নেবেন তাঁদের উৎসাহ বাড়াতেও আমরা পুরস্কারমূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”

গত বার উইম্বলডন জিতেছিলেন নোভাক জোকোভিচ। ফাইনালে হারিয়েছিলেন নিক কিরিয়সকে। এ বারও ট্রফি জেতার ব্যাপারে এগিয়ে তিনিই। ঘাসের কোর্টে বরাবরই আলাদা ছন্দে পাওয়া যায় তাঁকে। মহিলাদের বিভাগে এলিনা রিবাকিনা ফাইনালে হারিয়েছিলেন ওন্স জাবেউরকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement