তৃতীয় রাউন্ডে ওঠার পথে নোভাক জোকোভিচ। ছবি: পিটিআই।
তৃতীয় সেট চলাকালীন নাম তুলে নেন প্রতিপক্ষ লাসলো জেরে। ওয়াকওভার পেয়ে ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন নোভাক জোকোভিচ। বিদায় নিয়েছেন উইম্বলডন চ্যাম্পিয়ন বারবোরা ক্রেচিকোভা। দ্বিতীয় রাউন্ডে এলেনা গ্যাব্রিয়েলা রুসের কাছে হেরেছেন তিনি।
সার্বিয়ার জোকোভিচের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন সার্বিয়ারই জেরে। জোকোভিচের বিরুদ্ধে লড়াই করেন তিনি। প্রথম দুই সেট জিততে পরিশ্রম করতে হয় জোকারকে। ১১টি এসে মারেন জেরে। জোকোভিচ তিনটি। কিন্তু অভিজ্ঞতায় মার খেয়ে যান জেরে। প্রথম দু’টি সেট ৬-৪ গেমে জেতেন জোকার। তৃতীয় সেটেও ২-০ এগিয়ে ছিলেন জোকোভিচ। সেই সময়ই চোট পান জেরে। খেলা চালিয়ে নিয়ে যেতে পারেননি তিনি। ফলে ওয়াকওভার পেয়ে পরের রাউন্ডে উঠে যান পুরুষদের দ্বিতীয় বাছাই জোকোভিচ।
মহিলাদের সিঙ্গলসে হেরেছেন উইম্বলডন চ্যাম্পিয়ন ক্রেচিকোভা। রুসের বিরুদ্ধে শুরু থেকেই ছন্দে ছিলেন না তিনি। প্রচুর আনফোর্সড এরর করেন। তার খেসারত দিতে হয়। প্রথম সেট ৪-৬ গেমে হারেন ক্রেচিকোভা। দ্বিতীয় সেটে কিছুটা হলেও লড়াই করেছিলেন তিনি। কিন্তু এক বার তাঁর সার্ভিস ভেঙে রুস এগিয়ে যাওয়ার পরে আর ফিরতে পারেননি ক্রেচিকোভা। দ্বিতীয় সেট ৫-৭ গেমে হেরে বিদায় নেন ক্রেচিকোভা।
ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন গত বারের চ্যাম্পিয়ন কোকো গফ। দ্বিতীয় রাউন্ডে জার্মানির তাতজ়ানা মারিয়াকে স্ট্রেট সেটে (৬-৪, ৬-০) হারিয়েছেন আমেরিকার গফ। জিতেছেন মহিলাদের দ্বিতীয় বাছাই এরিনা সাবালেঙ্কাও। ইটালির লুসিয়া ব্রোনজ়েত্তিকে স্ট্রেট সেটে (৬-৩, ৬-১) হারিয়েছেন তিনি।