পেটে চোট নাদালের। ছবি: টুইটার থেকে
কোয়ার্টার ফাইনাল জিতে উঠে রাফায়েল নাদাল জানিয়েছিলেন, তাঁর চোট রয়েছে। সেমিফাইনালে খেলতে পারবেন কি না, সেটাই ছিল বড় প্রশ্ন। বৃহস্পতিবার নাদালের পেটের পেশিতে সাত মিলিমিটারের ক্ষত রয়েছে বলে জানা গিয়েছে। সেই চোটের যে ছবি দেখা যাচ্ছে তা দেখে আঁতকে উঠছেন অনেকেই। পেটের উপর টেপ লাগানো রয়েছে। শুক্রবার সেই চোট নিয়েই নামতে চান নাদাল।
স্পেনের এক সংবাদমাধ্যমের দাবি, চোট নিয়েই সেমিফাইনালে খেলতে নামবেন ২২টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। নিক কিরিয়সের বিরুদ্ধে শুক্রবার নামার কথা নাদালের। ২০০৮ এবং ২০১০ সালের উইম্বলডনজয়ী কোয়ার্টার ফাইনালে টেলর ফ্রিৎজকে হারিয়ে দেন ৩-৬, ৭-৫, ৩-৬, ৭-৫, ৭-৬ (১০-৪) সেটে। চার ঘণ্টা ২০ মিনিটের লড়াই শেষে নাদাল জিতলেও ২৪ বছরের ফ্রিৎজের বিরুদ্ধে প্রচুর ঘাম ঝরাতে হয়েছে তাঁকে। বুধবার সেই ম্যাচ জিতে উঠেই নাদাল বলেছিলেন যে, সেমিফাইনালে তাঁর খেলা নির্ভর করছে তাঁর চোট কতটা গুরুত্বর তার উপর। নাদাল বলেন, “সেমিফাইনাল খেলব কি না, সেটা বলতে পারছি না। আমার কাছে কোনও সঠিক উত্তর নেই। যদি আগামী কাল যদি কিছু ঘটে যায় আমি মিথ্যেবাদী হয়ে যাব।”
২০০৯ সালে ইউএস ওপেনেও এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই সময় দুই সেন্টিমিটার ক্ষত নিয়ে খেলেছিলেন নাদাল। সেখানে সেমিফাইনালে নাদাল হেরে গিয়েছিলেন মার্টিন দেল পত্রর কাছে।