Wimbledon 2022

Wimbledon 2022: ২৭ প্যাকেট দই নিয়ে গেলেন কোচ! জোকোভিচ, নাদালদের সতর্ক করে দিলেন উইম্বলডন কর্তৃপক্ষ

উইম্বলডনের মাঝেই খেলোয়াড়দের খাওয়ার বিষয়ে বিবেচনা করার বার্তা দিলেন কর্তৃপক্ষ। মেল করে খেলোয়াড়দের এই বিষয়ে জানানো হয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৬ জুলাই ২০২২ ১৪:৫৫
Share:

—ফাইল চিত্র

এক সঙ্গে ২৭টি দইয়ের প্যাকেট নিয়ে গেলেন টেনিস কোচ। এর পরেই খেলোয়াড়দের মেল পাঠিয়ে বুঝে খাওয়ার বার্তা দিলেন উইম্বলডন কর্তৃপক্ষ। এমন কাণ্ডই ঘটল রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচদের সঙ্গে।

Advertisement

উইম্বলডনে প্রতি দিন খাওয়ার খরচ হিসাবে এক জন টেনিস খেলোয়াড় পান প্রায় ৭৫০০ টাকা (৯০ ইউরো)। কোচদের জন্য বরাদ্দ অর্ধেক। সেই টাকায় কে কী কিনে খাবেন সেটা বলা থাকে না। কিন্তু এক জন কোচ এক সঙ্গে ২৭ প্যাকেট দই কিনে নেওয়ার পর বাধ্য হয়েই খেলোয়াড়দের বুঝে শুনে খাওয়ার কথা বললেন উইম্বলডন কর্তৃপক্ষ।

খেলোয়াড় এবং কোচদের যে টাকা দেওয়া হয় তা খরচ করা যাবে মোট ছ’টি জায়গায়। এর মধ্যে রয়েছে দু’টি কফি শপ, দু’টি স্যান্ডউইচের দোকান এবং দু’টি রেস্তরাঁ। এই ছয় জায়গায় তাঁরা কী কিনবেন সেটা তাঁদের নিজস্ব ব্যাপার। কিন্তু এক জন ২৭ প্যাকেট দই কিনে নেওয়ায় সমস্যা হয়। যদিও কোনও রকম টাকা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়নি। শুধু সাবধান করা হয়েছে এই ধরনের কোনও ঘটনা যাতে না ঘটে সেই বিষয়ে।

Advertisement

গ্র্যান্ড স্ল্যামে এই ধরনের সমস্যা নতুন নয়। এর আগে অস্ট্রেলিয়ান ওপেনেও খাবার নিয়ে সমস্যা হয়েছিল। সেই সময় সিদ্ধান্ত নেওয়া হয় খেলোয়াড় এবং কোচদের বিনামূল্যে খাবার দেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement