Wimbledon

Wimbledon 2021: হেরে গেলেও কোর্টে বিশেষ সমর্থককে পাশে পেলেন সানিয়া মির্জা

সানিয়া এই ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা মাত্রই ভাইরাল হয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২১ ২২:২৩
Share:

সানিয়া মির্জা। ফাইল ছবি

উইম্বলডনের মহিলা ডাবলস থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছেন সানিয়া মির্জা। তবে তার আগেই তিনি গ্যালারিতে পেয়ে গিয়েছিলেন এক বিশেষ সমর্থককে।

Advertisement

সেই বিশেষ সমর্থক আর কেউ নন, সানিয়ার ছেলে ইজহান। সতীর্থ বেথানি মাটেক স্যান্ডসকে নিয়ে প্রথম রাউন্ডে জেতার পরেই কোর্টের ধারে গিয়ে ছেলের সঙ্গে পোজ দিয়ে ছবি তোলেন সানিয়া।

শুধু তাই নয়, ইজহানকে তিনি বর্ণনা করেছেন ‘স্পাইডার ম্যান’ বলে। কারণ ইজহানের হাতে একটি স্পাইডারম্যানের পুতুল ছিল। সানিয়া-পুত্রকে বসে থাকতে দেখা গিয়েছে একটি প্যারাম্বুলেটরে।

Advertisement

সানিয়া এই ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা মাত্রই ভাইরাল হয়েছে। বেশিরভাগ মন্তব্যই এসেছে বিভিন্ন অভিনেত্রীর থেকে। সুনীল শেটির মেয়ে আথিয়া হাততালির সঙ্গে ভালবাসার একটি ইমোজি পোস্ট করেছেন।

সানিয়ার পোস্টে অনুষ্কাদের মন্তব্য। ছবি ইনস্টাগ্রাম

অভিনেত্রী তথা বিরাট কোহলীর স্ত্রী অনুষ্কা শর্মা লিখেছেন, ‘কী সুন্দর দেখতে লাগছে তোমাদের’। হাততালির ইমোজি দেওয়া ছবি পোস্ট করেছেন অভিনেত্রী নীতি মোহনও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement