মাতেয়ো বেরেত্তিনি। ছবি টুইটার
উইম্বলডনের ফাইনালে চলে গেলেন মাত্তেয়ো বেরেত্তিনি। রজার ফেডেরারকে স্ট্রেট সেটে উড়িয়ে দেওয়া হুবার্ট হুরকাজের দৌড় থামিয়ে দিলেন তিনি। জীবনে প্রথম বার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন। প্রথম ইটালীয় হিসেবে উইম্বলডনের ফাইনালে উঠলেন।
শুক্রবার সেন্টার কোর্টে বেরেত্তিনি ৬-৩, ৬-০, ৬-৭ (৩-৭), ৬-৪ গেমে হারালেন হুরকাজকে। ম্যাচ বার করতে আ়ড়াই ঘণ্টার একটু বেশি সময় লাগে বেরেত্তিনির। স্ট্রেট সেটেই জিতে যেতে পারতেন। কিন্তু তৃতীয় সেট টাই ব্রেকারে নিয়ে যান হুরকাজ এবং জেতেনও।
সপ্তম বাছাই বেরেত্তিনি নিজের সার্ভ এবং ফোরহ্যান্ডের ওপর ভরসা রেখেছিলেন। তার জোরেই টানা ১১টি গেম জিতে নেন। না হলে হুরকাজই শুরুতে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিলেন। প্রথম সেটে ২-৩ পিছিয়ে থাকার পর ১১টি গেম জিতে বেরেত্তিনি ৬-৩, ৬-০, ১-০ করেন।
রবিবার ফাইনালে বেরেত্তিনির সামনে কে, এখনও ঠিক হয়নি। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি নোভাক জোকোভিচ ও ডেনিস শাপোভালভ।