Iga Swiatek

Iga Swiatek: টানা ৩৬ ম্যাচ, ৬ প্রতিযোগিতায় জয়, সেরিনা-ভিনাসদের সঙ্গে তুলনায় নারাজ শিয়নটেক

টানা ম্যাচ জয়ের নিরিখে ভিনাসকে টপকেছেন উইম্বলডনের প্রথম ম্যাচেই। তার আগেই টপকেছেন সেরিনাকে। তবু শিয়নটেক নিজেকে সাধারণ খেলোয়াড় বলছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ জুন ২০২২ ১৭:০৭
Share:

উইম্বলডনেও আত্মবিশ্বাসী শিয়নটেক। ফাইল ছবি।

সেরিনা উইলিয়ামসকে আগেই টপকে গিয়েছিলেন। উইম্বলডনের প্রথম রাউন্ডে ভিনাস উইলিয়ামসকেও টপকে গেলেন ইগা শিয়নটেক। এই নিয়ে টানা ৩৬টি ম্যাচ জিতলেন বিশ্বের এক নম্বর মহিলা টেনিস খেলোয়াড়। তবু নিজেকে উইলিয়ামস বোনেদের সঙ্গে তুলনা করতে নারাজ তিনি।

Advertisement

২০১৩ সালে টানা ৩৪টি ম্যাচ জিতেছিলেন সেরিনা উইলিয়ামস। ২০০০ সালে টানা ৩৫টি ম্যাচ জিতেছিলেন ভিনাস উইলিয়ামস। উইম্বলডনের আগে টানা ৩৫টি ম্যাচ জয়ের পথে ছয়টি খেতাব জিতেছিলেন শিয়নটেক। পোল্যান্ডের টেনিস খেলোয়াড় রয়েছেন স্বপ্নের ছন্দে। ২১ বছরের খেলোয়াড় অবশ্য টানা ৩৬টি ম্যাচ জয়ের পরেও উইলিয়ামস বোনেদেরই এগিয়ে রাখছেন।

শিয়নটেক বলেছেন, ‘‘এখনও সেরিনা বা ভিনাসের দিকে দেখলে মনে হয়, ওরা কিংবদন্তি। আমি ওই পর্যায়ে পৌঁছতে পারিনি। সাধারণ খেলোয়াড়। ওরা সর্বকালের সেরাদের মধ্যে থাকবে। টানা জয়ের পরিসংখ্যান দিয়ে উইলিয়ামস বোনেদের সঙ্গে আমার তুলনার কোনও অর্থ হয় না।’’

Advertisement

তুলনায় রাজি না হলেও নিজের ধারাবাহিকতা নিয়ে খুশি শিয়নটেক। বলেছেন, ‘‘প্রতিটা ম্যাচেই আমাদের প্রচুর ধকল নিতে হয়। তাও ধারাবাহিকতা বজায় রাখতে পারায় খুশি। আমার প্রধান লক্ষ্যই হল ধারাবাহিকতা বজায় রাখা। জানি না কত দিন এই ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হবে। যত বেশি সম্ভব ম্যাচ এবং প্রতিযোগিতা জিততে চাই। তবে আমি সত্যিই খুশি। নিজের সেরাটা দিয়ে চেষ্টা করছি।’’

বিশ্বের এক নম্বর মহিলা খেলোয়াড় উইম্বলডনে কেমন ফল আশা করছেন? শিয়নটেক বলেছেন, ‘‘এটা গ্র্যান্ড স্ল্যাম। প্রত্যাশার চাপ থাকে অনেক। তার মধ্যেই ভাল পারফর্ম করার চেষ্টা করতে হয়। আমি বেশি ভাবি না। ভাল খেলার চেষ্টা করি। নিজের দৈনিক সূচি বা খেলায় কোনও পরিবর্তন করি না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement