শতরানের পর কেন উইলিয়ামসন। ছবি: পিটিআই
পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে শতরান নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের। তাঁর সেঞ্চুরিতে ভর করে নিউজিল্যান্ড তুলল ৪৩১ রান। দিনের শেষে পাকিস্তানের স্কোর ৩০/১।
দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিলেন উইলিয়ামসন এবং হেনরি নিকোলস (১৩৭ বলে ৫৬ রান)। তাঁদের ব্যাটে শুরুটা ভালই করেছিল কিউই বাহিনী। নিকোলস ফিরলে রান তোলার দায়িত্ব তুলে নেন ব্র্যাডলি ওয়াটলিং (১৪৫ বলে ৭৩ রান)। উইলিয়ামসনের (২৯৭ বলে ১২৯ রান) সঙ্গে দলকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যান তিনি। টেলএন্ডারদের সাহায্যে চারশো রানের গণ্ডি পাড় করে কিউইরা।
দিনের শুরুটা ভাল করেছিলেন ব্যাটসম্যানরা, শেষটা করলেন বোলাররা। পাকিস্তানের ইনিংসের ২০ ওভারে তাঁরা দিলেন মাত্র ৩০ রান। ওপেনার শান মাসুদকেও (৪২ বলে ১০ রান) ফিরিয়ে দিয়েছেন কাইল জেমিসন। পাকিস্তান বোলারদের মধ্যে সফল শাহিন আফ্রিদি। তিনি নিলেন ৪ উইকেট। তার পরেই ৩ উইকেট নিয়ে রয়েছেন ইয়াসির শাহ। মাঠে তাঁকে নিকোলাসের উদ্দেশে কটূক্তি করতে দেখা গিয়েছে।
আরও পড়ুন: রাহানের সেঞ্চুরি, অ্যাডিলেডের বদলার আশা জাগাচ্ছে মেলবোর্ন
আরও পড়ুন: শুভমনের জন্মই হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য, মত ম্যাকগ্রার