আভাস দিয়ে রাখলেন বিরাট কোহলী। —ফাইল চিত্র
অধিনায়কত্ব ছাড়ার সঙ্গে সঙ্গেই ভারতের পরের অধিনায়ক কে হবেন তারও আভাস দিয়ে রাখলেন বিরাট কোহলী। টুইটারে টি২০ ক্রিকেটে অধিনায়কত্ব ছাড়ার বিবৃতিতেই ইঙ্গিত রইল তার। যা ইঙ্গিত, রোহিত শর্মাই দায়িত্ব নিতে চলেছেন ভারতের টি-টোয়েন্টি দলের।
কোহলী লেখেন, ‘এই সিদ্ধান্তে আসতে সময় লেগেছে। নেতৃত্বের বড় দায়িত্ব সামলানো রবি শাস্ত্রী এবং রোহিত শর্মার সঙ্গে বহু আলোচনার পরেই এই সিদ্ধান্ত নিয়েছি। টি২০ বিশ্বকাপের পর টি২০ ক্রিকেট থেকে অধিনায়কত্ব ছেড়ে দেব আমি।’
সাদা বলের ক্রিকেটে ভারতের সহ-অধিনায়ক রোহিত। পাঁচ বার আইপিএলজয়ী রোহিতকেই অধিনায়ক হিসেবে চাইছিলেন সমর্থকরা। সেই দাবিই এ বার সত্যি হতে চলেছে বলে মনে করা হচ্ছে। কোহলী নিজেও অধিনায়কত্ব ছাড়ার আগে রোহিতের সঙ্গেই আলোচনা করলেন। অধিনায়ক হিসেবে বহু সাফল্য থাকলেও ট্রফির ঝুলি শূন্য কোহলীর। সেই কারণে বার বার সমালোচনা করা হয়েছে তাঁর। ব্যাটের খরা কাটাতে তাই এ বার নেতৃত্বের মুকুট খুলে রাখতে চলেছেন তিনি।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
ভারতের অধিনায়কত্বকে কাঁটার মুকুট বলেন অনেকে। সেই মুকুট এ বার উঠতে পারে রোহিতের মাথায়।