IPL

আইপিএল কি শুরু ২৬ সেপ্টেম্বর?

টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসি-র গয়ংগচ্ছ মনোভাবে বিরক্ত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ জুন ২০২০ ১৭:৪৯
Share:

টি টোয়েন্টি বিশ্বকাপ না হলে হতে পারে আইপিএল। ছবি: টুইটার।

অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের চিন্তা অবাস্তব। ক্রিকেট অস্ট্রেলিয়ার এ হেন মন্তব্যের পরে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, আইপিএল-এর ভাগ্য খুলে যেতে চলেছে।

Advertisement

টি টোয়েন্টি বিশ্বকাপের বল না গড়ালে সেই উইন্ডোতেই হবে আইপিএল। যদিও টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে শেষ কথা বলবে আইসিসি। আগামী মাসেই এ বিষয়ে হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসি-র গয়ংগচ্ছ মনোভাবে বিরক্ত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বিসিসিআই রুদ্ধদ্বার স্টেডিয়ামে আইপিএল আয়োজন করার পরিকল্পনা করছে। সমস্ত রাজ্য সংস্থাগুলোকে চিঠিও দেওয়া হয়েছে। কিন্তু কবে হবে এই মেগা টুর্নামেন্ট?

Advertisement

আরও পড়ুন: ক্রিকেট অস্ট্রেলিয়ার ‘অবাস্তব’ মন্তব্যে খুলতে পারে আইপিএল-এর ভাগ্য

‘মুম্বই মিরর’-এর প্রতিবেদন অনুযায়ী, আইপিএল শুরু হতে পারে ২৬ সেপ্টেম্বর। চলবে ৮ নভেম্বর পর্যন্ত। যদিও সূচি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এমনকী ভেন্যুও সরকারি ভাবে নির্ধারিত হয়নি। তবে প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরেই যদি আইপিএল-এর বল গড়ায়, তা হলে দক্ষিণ ভারতে বেশির ভাগ ম্যাচ হতে পারে। কারণ ওই সময়ে দক্ষিণ ভারতে বর্ষার দাপট থাকবে না। ফলে চেন্নাই, বেঙ্গালুরুকে ভেন্যু হিসেবে দেখা যেতে পারে।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ২৯ মার্চ থেকে আইপিএল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের দাপটে তা পিছিয়ে গিয়েছে। চলতি বছরে আইপিএল না হলে বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে বোর্ডের। তাই আইপিএলের আয়োজন করতে মরিয়া বিসিসিআই। এই অবস্থায় টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সিদ্ধান্তের দিকে তাকিয়ে বোর্ড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement