Cricket

সচিন না বিরাট, স্লেজিং সামলানোয় কে বেশি দক্ষ? আক্রম বললেন...

‘মাস্টার ব্লাস্টার’কে ফেরানোর জন্য আক্রম নানা রকমের ডেলিভারি করতেন। সেই সঙ্গে চলত স্লেজিংও।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৪ মে ২০২০ ১৬:১২
Share:

সচিন ও কোহালি। দুই সময়ের দুই তারকা। —ফাইল চিত্র।

ব্যাট-প্যাড তিনি অনেক দিন আগেই তুলে রেখেছেন। তবুও তাঁর সঙ্গে তুলনা টানা হয় বিরাট কোহালির। তিনি, সচিন রমেশ তেন্ডুলকর।

Advertisement

এ বার দুই সময়ের দুই কিংবদন্তির তুলনা করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম। তা-ও আবার স্লেজিং নিয়ে।

তাঁর সঙ্গে সচিনের ব্যাট-বলের লড়াই ছিল দেখার মতো। কোহালিকে বল করতে হয়নি আক্রমকে। কিন্তু প্রাক্তন পেসার বলছেন, ‘‘বিরাট আধুনিক সময়ের গ্রেট, ব্যক্তি হিসেবে খুবই আগ্রাসী। ব্যাটসম্যান হিসেবেও তাই। সচিন আবার শান্ত স্বভাবের কিন্তু আগ্রাসী। ওর শরীরী ভাষাটা অন্য রকমের। বোলার হিসেবে এই দিকগুলো দেখতে হয়।’’

Advertisement

আরও পড়ুন: দলের সেরা ফিল্ডার কে? উত্তর দিলেন কোহালি

‘মাস্টার ব্লাস্টার’কে ফেরানোর জন্য আক্রম নানা রকমের ডেলিভারি করতেন। সেই সঙ্গে চলত স্লেজিংও। আক্রম বলছেন, ‘‘সচিন জানত আমি ওকে স্লেজিং করব। তখন ও আরও দৃঢ় হয়ে যেত। এটাই আমার মূল্যায়ন। আমি অবশ্য ভুলও হতে পারি। কোহালিকে যদি আমি স্লেজিং করি, তা হলে ও রেগে যাবে। ব্যাটসম্যান যখনই রেগে যায়, তখনই সে বোলারকে আক্রমণের রাস্তা নেয়। আর তখনই ব্যাটসম্যানকে আউট করার বেশি সুযোগ থাকে।’’

এ ক্ষেত্রে কোহালি রেগে গেলে, তাঁকে আউট করা সহজ। সচিন এ দিক থেকে অনেকটাই এগিয়ে, এমনটাই মত আক্রমের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement