আইপিএল-এর ইতিহাসে অন্যতম সফল দল। —ফাইল চিত্র।
আইপিএল-এর প্রায় প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ক্যাপ্টেন বদলেছে। একমাত্র চেন্নাই সুপার কিংস নেতৃত্বে বদল আনেনি।
মহেন্দ্র সিংহ ধোনিই ক্যাপ্টেন থেকে গিয়েছেন সিএসকে-র। আইপিএল-এ নেতা হিসেবে দারুণ সফল ধোনি। কিন্তু, সিএসকে-র হয়ে সব চেয়ে বেশি ম্যাচ খেলার মালিক কিন্তু ধোনি নন। হলুদ জার্সিধারীদের হয়ে ১৬০টি ম্যাচ খেলা ধোনি রয়েছেন দ্বিতীয় স্থানে। চেন্নাই সুপার কিংসের হয়ে সব চেয়ে বেশি ম্যাচ খেলেছেন সুরেশ রায়না।
দলের ১৬৫টি ম্যাচের মধ্যে রায়না খেলেছেন ১৬৪টি ম্যাচ। ২০১৮ সালে কাফ মাসলে চোটের জন্য একটি ম্যাচ খেলেননি রায়না। শুধু সিএসকে-র হয়ে সব চেয়ে বেশি ম্যাচ খেলার নজির যে রায়না গড়েছেন, তা-ই নয়, আইপিএল-এর ইতিহাসে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ডও রয়েছে রায়নার নামের পাশে। আইপিএল-এ মোট ১৯৩টি ম্যাচ খেলেছেন রায়না। আর ধোনি খেলেছেন ১৯০টি ম্যাচ।
আরও পড়ুন: দলের সেরা ফিল্ডার কে? উত্তর দিলেন কোহালি
২০১০ সালে ধোনি একটি ম্যাচ খেলেননি সিএসকে-র হয়ে। ২০১১ থেকে ২০১৫, ২০১৭ এবং ২০১৮ সালে সবক’টি ম্যাচই খেলেছেন ধোনি। ২০১৯ সালে পিঠে ব্যথার জন্য সিএসকে- হয়ে দু’টি ম্যাচে নামতে পারেননি ধোনি।