IPL 2020

হোটেল না প্রাসাদ! আমিরশাহিতে ধোনি-কোহালিদের ঠিকানা আপনার চোখ কপালে তুলবে

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২০ ১৫:১১
Share:
০১ ১৭

যত কাণ্ড এ বার সংযুক্ত আরব আমিরশাহিতে। এ বারের আইপিএল অনুষ্ঠিত হচ্ছে সেখানেই। আইপিএল-এর দলগুলোও ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। কোথায় উঠেছে টিমগুলো? বিরাট কোহালি-মহেন্দ্র সিংহ ধোনিদের ঠিকানা কী? বিলাসবহুল সে সব হোটেল আপনার চোখ কপালে তুলবে।

০২ ১৭

আবু ধাবির রিৎজ কার্লটন হোটেলে উঠেছে কলকাতা নাইট রাইডার্স।

Advertisement
০৩ ১৭

২০১৪ সালে এই হোটেলই ছিল নাইটদের ঠিকানা। সে বছর প্রাথমিক পর্ব আবু ধাবিতে খেলে ভারতে এসে চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। সেই সংস্কার এ বার পিছু ছাড়েনি। তাই কেকেআর উঠেছে রিৎজ কার্লটনে। টিম হোটেলের বিলবোর্ডেও তা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

০৪ ১৭

বিরাট কোহালির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর রয়েছে ‌ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়া ‌হোটেল অ্যান্ড রিসর্টে।

০৫ ১৭

পাম জুমেইরার ক্রিসেন্ট রোডে এই হোটেলটি অবস্থিত। এদের সুসজ্জিত নিজস্ব নরম বালির বিচ রয়েছে। সমুদ্রমুখী বিলাসবহুল গেস্ট রুম ও সুট এর আকর্ষণ।

০৬ ১৭

মহেন্দ্র সিংহ ধোনির দল রয়েছে তাজ দুবাইতে।

০৭ ১৭

বুর্জ খলিফার সংলগ্ন এই হোটেলটি মোহময়। তাজ হোটেলের সম্পূর্ণ একটা ফ্লোর ভাড়া করা হয়েছে সিএসকে-র জন্য।

০৮ ১৭

রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের ঠিকানা সেন্ট রেগিস।

০৯ ১৭

আবু ধাবির অন্যতম বিলাসবহুল রিসর্ট এটি। সাদিয়াত দ্বীপে এই হোটেলটির নিজস্ব সৈকত রয়েছে।

১০ ১৭

সফিটেল দ্য পাম হোটেলে উঠেছে কিংস ইলেভেন।

১১ ১৭

বিরাট কোহালিরা যে হোটেলে উঠেছেন, সফিটেল ঠিক তার পাশেই।

১২ ১৭

প্যালেস ডাউনটাউনে রয়েছে দিল্লি ক্যাপিটালস।

১৩ ১৭

বুর্জ খলিফার কাছেই এই হোটেলটি।

১৪ ১৭

ওয়ান অ্যান্ড দি ওনলি পাম হোটেলে রয়েছেন রাজস্থান রয়্যালসের তারকা ক্রিকেটাররা।

১৫ ১৭

পাম দ্বীপপুঞ্জে অবস্থিত এটি। ওই দ্বীপপুঞ্জের সব চেয়ে দামি রিসর্ট। এই রিসর্টেরও নিজস্ব বিচ রয়েছে।

১৬ ১৭

রিৎজ কার্লটন হোটেলে উঠেছে সানরাইজার্স হায়দরাবাদ।

১৭ ১৭

হোটেলের ঘর সমুদ্রমুখী। নিজস্ব ক্লাব লাউঞ্জ রয়েছে এই হোটেলের। সেই সঙ্গে রয়েছে এদের খাবারের সুনাম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement