বিশ্বসেরার ট্রফি নিয়ে ক্যারিবিয়ান মেয়েদের ছবি তুলেছেন শঙ্কর নাগ দাস
ক্রিস গেইলদের মাঠে নামার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম চ্যাম্পিয়ন হল ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা। চার নম্বর বিশ্বকাপ জয়ের দৌড়ে থাকা অস্ট্রেলিয়াকে রবিবার ইডেনে ফাইনালে আট উইকেটে হারায় তারা। ক্যারিবিয়ানদের জেতার জন্য ১৪৯ রানে টার্গেট রেখেছিল অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে তিন বল বাকি থাকতেই ১৪৯-২ পৌঁছে যান স্টেফানি টেলররা। তাদের জয়ের নেপথ্যে ১৮ বছর বয়সি ওপেনার হেইলি ম্যাথেউজের ৪৫ বলে ৬৬ রানের পাশাপাশি ক্যাপ্টেন স্টেফানির ৫৭ বলে ৫৯ রানের দুরন্ত ইনিংস।
এর আগে টি-টোয়েন্টিতে আট বার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক বারও জয়ের মুখ দেখেনি ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা। এ দিনও অস্ট্রেলিয়া প্রথমে যে ভাবে দ্রুত রান তুলছিল তাতে চাপে পড়ে গিয়েছিল ক্যারিবিয়ানরা। ক্যাপ্টেন স্টেফানি বলেন, ‘‘দীর্ঘদিন এই দিনটার অপেক্ষায় ছিলাম। ঠিক সময়ে এটা এল। যে রকম চেয়েছিলাম সে রকম শুরুটা হয়নি। তবে আমাদের ব্যাটিং শেষ পর্যন্ত জয়টা এনে দিল।’’ আর অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন মেগ ল্যানিং বলেন, ‘‘আমরা আরও ১০-১২ রান তুলতে পারলে হয়তো ভাল হত। তবে বল হাতে আমরা আরও ভাল পারফর্ম করতে পারলে জেতার সুযোগ থাকত। সে যাই হোক ওয়েস্ট ইন্ডিজকে জয়ের কৃতিত্ব দিতেই হবে।’’