বুচারের প্রয়াণে কালো আর্মব্যান্ড পোলার্ডদের

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯ ০৪:৩৪
Share:

লড়াকু: লর্ডসে ট্রুম্যানদের বিরুদ্ধে সেঞ্চুরি ছিল বুচারের। ফাইল চিত্র

দীর্ঘ রোগভোগের পরে প্রয়াত হলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার বেসিল বুচার। বয়স হয়েছিল ৮৬ বছর। পঞ্চাশ ও ষাটের দশকে তিনি ওয়েস্ট ইন্ডিজ দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।

Advertisement

বুচারের মৃত্যু সংবাদ শুনে ওয়েস্ট ইন্ডিজ টিম ম্যানেজার ফিলিপ স্পুনার বলেছেন, ‘‘ওয়েস্ট ইন্ডিজের অন্যতম সেরা ক্রিকেটার ছিলেন বুচার। স্যর গ্যারি সোবার্স, রোহন কানহাই, ক্লাইভ লয়েডদের সতীর্থ ছিলেন তিনি। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতেই বিশাখাপত্তনমে বুধবার ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে কালো আর্মব্যান্ড বেঁধে খেলতে নামবেন কায়রন পোলার্ডেরা।’’

৪৪টি টেস্টে সাতটি শতরান-সহ ৩১০৪ রান করেছিলেন বুচার। স্মরণীয় হয়ে আছে ১৯৬৩ সালের লর্ডস টেস্ট। ইংল্যান্ডের ফ্রেডি ট্রুম্যানদের সামলে দ্বিতীয় ইনিংসে ১৩৩ রান করেছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement