দ্রাবিড়ের মতে, সেরা লক্ষ্মণের ইনিংসই

২০০১-এ ইডেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট জয়ে ভিভিএস লক্ষ্মণের সঙ্গে ম্যাচের মোড় ঘোরানো ৩৭৬ রানের পার্টনারশিপ গড়েছিলেন যিনি, সেই দ্রাবিড় নিজের খেলা টিভিতে দেখা নিয়ে আরও বলেন, ‘‘টিভিতে প্রায়ই আমাদের সময়ের ম্যাচগুলো দেখায়। সেগুলো দেখতে খারাপ লাগে না। কিন্তু আমার খেলা কোনও ম্যাচ দেখালে চ্যানেল ঘুরিয়ে দিই।’’ 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮ ০৩:৫৫
Share:

লক্ষ্মণের ইডেনের ইনিংসকে ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা আখ্যা দিলেন রাহুল দ্রাবিড়।—ফাইল চিত্র।

ভারতীয় ক্রিকেটে তাঁকে অন্যতম সেরা ব্যাটসম্যান বলে মনে করা হলেও নিজের খেলার ভিডিয়ো দেখতে পছন্দ করেন না রাহুল দ্রাবিড়। শুক্রবার নিজের শহর বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে এই কথা স্বীকার করে নেন প্রাক্তন ভারত অধিনায়ক। বলেন, ‘‘বাড়িতে বসে এখন খুব একটা ক্রিকেট দেখি না আমি। নিজের খেলা তো একেবারেই দেখি না। আসলে নিজের ব্যাটিং দেখতে ভাল লাগে না আমার।’’

Advertisement

২০০১-এ ইডেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট জয়ে ভিভিএস লক্ষ্মণের সঙ্গে ম্যাচের মোড় ঘোরানো ৩৭৬ রানের পার্টনারশিপ গড়েছিলেন যিনি, সেই দ্রাবিড় নিজের খেলা টিভিতে দেখা নিয়ে আরও বলেন, ‘‘টিভিতে প্রায়ই আমাদের সময়ের ম্যাচগুলো দেখায়। সেগুলো দেখতে খারাপ লাগে না। কিন্তু আমার খেলা কোনও ম্যাচ দেখালে চ্যানেল ঘুরিয়ে দিই।’’

ইডেনের সেই ম্যাচে লক্ষ্মণ যে ইনিংসটি খেলেছিলেন, সেই ইনিংসটি দেখতে অবশ্য তাঁর মোটেই খারাপ লাগে না বলে জানালেন দ্রাবিড়। যিনি উল্টোদিকের ক্রিজ থেকে তাঁর সেই ইনিংস দেখেছিলেন। লক্ষ্মণের সেই ইনিংসকে ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা আখ্যা দিয়ে প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, ‘‘নিঃসন্দেহে, মনে হয়, কোনও ভারতীয় ব্যাটসম্যানের খেলা সর্কালের সেরা ইনিংসগুলোর অন্যতম এটাই।’’

Advertisement

সেই ঐতিহাসিক ইনিংস এত কাছে থেকে দেখা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘নিজেকে সৌভাগ্যবান মনে করি, লক্ষ্মণের সেই ইনিংস সেরা আসন থেকে দেখতে পাওয়ার জন্য।’’ লক্ষ্মণের আত্মজীবনী প্রকাশ অনুষ্ঠানে মূলত সেই ইনিংস দেখার অভিজ্ঞতা নিয়েই কথা বলেন দ্রাবিড়। সে দিনের স্মৃতি রোমন্থন করে তিনি বলেন, ‘‘সত্যি বলতে, ওই সময়ে আমি খুব একটা ভাল ফর্মে ছিলাম না। আমি যখন ব্যাট করতে নামি, তখন লক্ষ্মণ ৯০ পেরিয়ে গিয়েছিল। ওর ব্যাটিং দেখে উদ্বুদ্ধ হয়ে আমিও ভাল ব্যাটিং করতে শুরু করি। চোখের সামনে ও রকম একটা ইনিংস দেখার অভিজ্ঞতা প্রচুরর আত্মবিশ্বাস জুগিয়েছিল আমাকে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement