স্বাধীনতার আগের রাতে রাত দখলের ডাক দিয়ে সমাজ মাধ্যমে একটা পোস্ট করেছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী রিমঝিম সিংহ। সেই পোস্ট ছড়িয়ে পড়ে রাজ্যের সর্বত্র। শহর থেকে জেলা এমনকি রাজ্যের বাইরেও বহু মহিলা নিজেদের নিরাপত্তার দাবিতে হয়ে পথে নামেন। তারপর থেকে একের পর এক রাত দখল দেখেছে কলকাতা তথা রাজ্য । কিন্তু যে দাবিতে রাত দখল শুরু হয়েছিল সেই দাবিগুলির কতটা পূরণ হল? নারী আন্দোলন কি জুনিয়র চিকিৎসকদের আন্দোলন থেকে আলাদা? আনন্দবাজার অনলাইনের মুখোমুখি রিমঝিম।