Virat Kohli

এই এক শর্তেই নিজের বায়োপিকে অভিনয় করতে রাজি বিরাট

স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে হবে অনুষ্কা শর্মাকে। একমাত্র তা হলেই নিজের বায়োপিকে অভিনয় করতে পারেন বিরাট কোহালি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ মে ২০২০ ১৭:১৯
Share:

বিরাট কোহালি ও অনুষ্কা শর্মা । ছবি: পিটিআই।

অনুষ্কা শর্মা যদি অভিনয় করেন, তবে নিজের বায়োপিক-এ অভিনয় করতে রাজি বিরাট কোহালি। সুনীল ছেত্রীর ইনস্টাগ্রাম লাইভ সেশনে ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বললেন এই কথা।

Advertisement

ভারতের ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী জিজ্ঞাসা করেছিলেন, “যদি বিরাট কোহালিকে নিয়ে কোনও বায়োপিক হয় আর তাতে স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে অনুষ্কা রাজি থাকে, তবে তুমি কি নিজের ভূমিকায় অভিনয় করবে?” জবাবে কোহালি বলেন, “অনুষ্কা থাকলে আমি অবশ্যই বায়োপিকে অভিনয় করব। তবে একটা ভুল ধারণা দূর করতে চাই যে আমি অভিনয় পারি। আমি বরং ফুটবল খেলতে পারি। তুমি কি আমাকে আইএসএলে খেলতে দেবে?”

আরও পড়ুন: রবি শাস্ত্রী নয়, প্রাক্তন অজি তারকাকে সেরা কোচ বললেন ইশান্ত শর্মা​

Advertisement

আরও পড়ুন: সচিনকে সে দিন ৯৮ রানে আউট করে দুঃখ পেয়েছিলাম, দাবি শোয়েব আখতারের​

কোহালি এর পর বলেন, “নিজের বায়োপিকে অভিনয় করতে চাই কারণ নিজেকে ফুটিয়ে তুলতে পারব ভাল মতোই। তবে লোকের ভুল ধারণা আছে যে আমি অভিনয় করতে পারি। আসলে অনেক বিজ্ঞাপনে আমাকে দেখা যায়। তবে তাতে যা করতে হয়, তা যে কেউ শিখে নিতে পারবে। অভিনয় হল একটা শিল্প। আর আমি শিল্পী নই। আমি পেশাদার ক্রিকেটার।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement