Virat Kohli

বাজি না পোড়ানোর অনুরোধ করে বিতর্কে কোহালি, অধিনায়কের পাশে আরসিবি

এই মুহূর্তে ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় কোহালি। সেখানে ২৭ নভেম্বর থেকে শুরু হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২০ ২০:৪৩
Share:

বিরাট কোহালি। ছবি-টুইটার।

দেশবাসীকে ভিডিয়ো বার্তায় দীপাবলির শুভেচ্ছা জানিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহালি। অনুরোধ করেছিলেন, বাজির ব্যবহার যেন একেবারেই করা না হয় এ বছর।

Advertisement

এই অনুরোধ করায় নেটাগরিকদের কটাক্ষ এখন হজম করতে হচ্ছে কোহালিকে। তাদের দাবি, নিজের জন্মদিনে বাজি পুড়িয়ে দিওয়ালিতে বাজি পোড়ানো বন্ধ রাখার জন্য দেশবাসীর কাছে তিনি অনুরোধ করছেন। এই বিতর্ক থামাতে এ বার এগিয়ে আসতে হল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে।

ফ্র্যাঞ্চাইজির তরফে জানিয়ে দেওয়া হয়েছে, কোহালির জন্মদিনে বাজি পোড়ানো হয়নি। ৩ নভেম্বর আমিরশাহির পতাকা দিবস উদযাপন ছিল। সেই ফুটেজই ব্যবহার করা হয়েছিল ভিডিয়োয়। পরিবেশ বাঁচানোর জন্যই চেষ্টা করে যাচ্ছে ব্যাঙ্গালোর।

Advertisement

আরও পড়ুন: পাওয়ার সার্জ, এক্স ফ্যাক্টর, ব্যাশ বুস্ট! বিগ ব্যাশ মাতাতে আসছে নতুন ৩ নিয়ম

এই মুহূর্তে ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় কোহালি। সেখানে ২৭ নভেম্বর থেকে শুরু হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। তার পরেই রয়েছে ৩ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। ১৭ ডিসেম্বর থেকে শুরু টেস্ট সিরিজ। প্রথম টেস্টের পর দেশে ফিরে আসবেন কোহালি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement