রোহিত শর্মা ও বিরাট কোহালি।
জল্পনার অবসান। অস্ট্রেলিয়ায় ভারতের টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্ত হলেন রোহিত শর্মা। জানা গিয়েছে, পিতৃত্বকালীন ছুটির জন্য প্রথম টেস্টের পরই দেশে ফিরে আসবেন অধিনায়ক বিরাট কোহালি।
হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য অস্ট্রেলিয়া সফরের তিন ফরম্যাটের দলেই প্রাথমিক ভাবে ছিলেন না হিটম্যান। শোনা যাচ্ছিল, ফিট হয়ে অস্ট্রেলিয়া সফরে যেতে হলে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ফিজিয়োর সামনে ফিটনেস টেস্ট দিতে হবে তাঁকে। কিন্তু, তা হল না। সরাসরি তাঁকে টেস্টের স্কোয়াডে অন্তর্ভুক্ত করে নেওয়া হল।
আমিরশাহিতে মঙ্গলবার আইপিএলের ফাইনালে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন রোহিত। কিন্তু এক সময় হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য আইপিএলে টানা চার ম্যাচে মাঠের বাইরে ছিলেন তিনি। তবে মুম্বইয়ের হয়ে শেষ দুই ম্যাচে তিনি খেলেছেন। ফাইনালেও খেলবেন। রোহিতের মতে, তাঁর হ্যামস্ট্রিংয়ের চোট এখন পুরো ঠিক হয়ে গিয়েছে।
আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন মোহনবাগান ও জাতীয় দলের প্রাক্তন ফুটবলার সত্যজিৎ ঘোষ
আরও পড়ুন: ফাইনালে উঠতে না পারা লজ্জার, বললেন হতাশ উইলিয়ামসন
এদিকে, পিতৃত্বকালীন ছুটি চেয়ে বোর্ডের কাছে আবেদন করেছিলেন বিরাট কোহালি। তাঁর আবেদন মেনে নেওয়া হয়েছে। প্রথম টেস্টের পর দেশে ফিরে আসবেন তিনি।
রোহিতের অন্তর্ভুক্তি ছাড়াও অস্ট্রেলিয়া গামী ভারতীয় দলে আরও বদল হয়েছে। সঞ্জু স্যামসনকে টি-টোয়েন্টি স্কোয়াডের পাশাপাশি আনা হয়েছে একদিনের স্কোয়াডেও। আর আহত বরুণ চক্রবর্তীর পরিবর্তে টি-টোয়েন্টি স্কোয়াডে এসেছেন নটরাজন।