ওয়েস্ট ইন্ডিজে বিরাট জয়। এএফপি।
টি টোয়েন্টি, ওয়ানডে সিরিজের পর স্যর ভিভিয়ান রিচার্ডসের দেশে টেস্ট সিরিজ জিতে নিল ভারত। বিরাট কোহালির মুকুটে জুড়ল নতুন পালক। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দেশের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে ছাপিয়ে গেলেন কোহালি।
দেশের সব চেয়ে সফল অধিনায়ক এখন তিনিই। ধোনি ২৭টি টেস্ট জিতেছিলেন। সাবাইনা পার্কে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ২৫৭ রানে হারিয়ে কোহালি ২৮টি টেস্ট জিতে নিলেন। জয়ের পরে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন বোলার ইয়ান বিশপকে ভারত অধিনায়ক বলেন, ‘‘নেতৃত্বে আপনার নামের আগে শুধু সি ( ক্যাপটেন) শব্দটাই থাকে। কিন্তু, এটা পুরোটাই দলগত চেষ্টার ফসল। দল হিসেবে খেললে তবেই রেজাল্ট পাওয়া সম্ভব। আমাদের বোলাররা না থাকলে এমন ফলাফল পাওয়া সম্ভবই হত না।’’
ওয়েস্ট ইন্ডিজে ভারতের সিরিজ জয়ের পিছনে রয়েছে বোলারদের অবদান। ভারতের তিন পেসার যশপ্রীত বুমরা, ইশান্ত শর্মা ও মহম্মদ শামি নিয়েছেন মোট ৩৩টি উইকেট। কোহালি তাঁর বোলারদের কৃতিত্ব দেওয়ার পাশাপাশি বুমরার প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘‘বুমরা ওর সুইং, পেস এবং কোণাকুণি ডেলিভারিতে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করেছে। এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে বুমরাই পরিপূর্ণ বোলার।’’
আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে ভারত, দেখে নেওয়া যাক সিরিজ জয়ের বিশেষ মুহূর্তগুলো
এক সময়ে বুমরার বোলিং অ্যাকশন নিয়ে সমালোচনা হয়েছিল। বুমরার পিঠে ছাপ পড়ে গিয়েছিল যে তিনি টি টোয়েন্টি বোলার। সেই ছাপ অদৃশ্য কোনও ইরেজার দিয়ে তুলে ফেলেছেন বুমরা। কোহালি বলছেন, ‘‘অতীতে টি টোয়েন্টি বিশেষজ্ঞ বোলার হিসেবে পরিচিত হয়ে গিয়েছিল বুমরা। ওয়ানডে ফরম্যাটে নিজেকে প্রমাণ করার পাশপাশি টেস্ট ক্রিকেটেও বুমরা নিজেকে প্রমাণ করেছে।’’ বিশেষজ্ঞদের ধারণা বদলে দিয়েছেন বুমরা।