Virat Kohli

ধোনির শহরে বিরাট রেকর্ড, আজহারকে টপকালেন কোহালি

ভারতীয় বোলারদের সামলাতে পারেনি প্রোটিয়া ব্যাটসম্যানরা। ভারতের ৪৯৭ রানের জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ হয়ে যায় ১৬২ রানে।

Advertisement

সংবাদ সংস্থা

রাঁচী শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৯ ১৯:৫০
Share:

রাঁচীতে নতুন নজির কোহালির। ছবি— পিটিআই।

এতদিন তাঁর ব্যাট কত রেকর্ডই না গড়েছে। এ বার অধিনায়ক বিরাট কোহালি অভিনব রেকর্ড করলেন মহেন্দ্র সিংহ ধোনির শহরে। ভারতীয় অধিনায়কদের মধ্যে তিনি সব চেয়ে বেশি বার প্রতিপক্ষ দলকে ফলো অন করানোর নজির গড়লেন।

Advertisement

রাঁচীতে দক্ষিণ আফ্রিকাকে ফলো অন করান কোহালি। এ নিয়ে অষ্টম বার তিনি ফলো করান বিপক্ষকে। প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন সাত বার প্রতিপক্ষকে ফলো অন করিয়েছিলেন। বিরাট ছাপিয়ে গেলেন আজহারকেও।

ভারতীয় বোলারদের সামলাতে পারেনি প্রোটিয়া ব্যাটসম্যানরা। ভারতের ৪৯৭ রানের জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ হয়ে যায় ১৬২ রানে।

Advertisement

আরও পড়ুন: হোয়াইটওয়াশ করতে মঙ্গলবার কোহালিদের চাই আর মাত্র দুই উইকেট

দ্বিতীয় ইনিংসেও প্রোটিয়াদের ভরাডুবি ঘটে। আট-আটটি উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা হারের দোরগোড়ায়। হাতে তাদের দু’ উইকেট। ভারতের থেকে প্রোটিয়ারা এখন ২০৩ রানে পিছিয়ে। মহম্মদ সামি তিন-তিনটি উইকেট নিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement