দলের জয়ে উচ্ছ্বসিত বিরাট ছবি টুইটার
দলের সঙ্গে না থাকলেও ভারতীয় দলের এই জয়ে উচ্ছ্বসিত অধিনায়ক বিরাট কোহালি। পাশাপাশি ক্ষুব্ধও। প্রথম টেস্টে লজ্জাজনক হারের পর যাঁরা এই ভারতীয় দলের দিকে আঙ্গুল তুলেছিলেন, তাঁদের বিরুদ্ধে টুইট করে ক্ষোভ উগরে দিলেন ভারত অধিনায়ক।
টুইটারে নিজের দলকে অভিনন্দন বার্তাও পাঠালেন কোহালি। তিনি লেখেন, ‘কী দারুণ জয়। অ্যাডিলেড টেস্টের পর যারা আমাদের নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাঁরা সামনে এসে দেখে নিন। জেদ আর সংকল্পে ভর করে সবকিছুকে ছাপিয়ে গেছে এই দল। টিম ম্যানেজমেন্ট দারুণ কাজ করেছে। এই ঐতিহাসিক জয় উদযাপন কর।’
গাব্বায় ‘নয়া ভারতের’ উত্থান দেখল ক্রিকেট বিশ্ব। বিরাট কোহালি নিজে ছিলেন না তার পাশাপাশি একের পর এক প্রথম এগারোর ক্রিকেটার চোটে কাহিল। দ্বিতীয় সারির দল নিয়েও অস্ট্রেলিয়ায় এত প্রতিকূলতাকে হারিয়ে এই সিরিজ জয় ঐতিহাসিক।