Virat Kohli

কোহালি লিখলেন, ক্রিকেটের প্রতি তোমার আবেগই প্রেরণা

টুইটারে তাঁকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন ক্রিকেট দুনিয়ার বিশিষ্ট ব্যক্তিত্বেরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন 

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২০ ০৫:৫৭
Share:

আশীর্বাদ: জন্মদিনে মা-কে প্রণাম করছেন সচিন তেন্ডুলকর। ফেসবুক

বর্তমান ভারতীয় দলের অনেকেই তাঁকে দেখে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছেন। সেই কিংবদন্তি সচিন তেন্ডুলকর ৪৭ বছরে পা রাখলেন শুক্রবার। ‘মাস্টার ব্লাস্টার’-এর জন্মদিনে সোশ্যাল মিডিয়া জুড়ে শুভেচ্ছাবার্তার জোয়ার। রোহিত শর্মা থেকে বিরাট কোহালি, সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে ভিভিএস লক্ষ্মণ, প্রত্যেকেই শুভেচ্ছা জানালেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

Advertisement

কিন্তু সচিন নিজে কী করলেন জন্মদিনে? শুক্রবার সকালে মাকে প্রণাম করে দিন শুরু করেন কিংবদন্তি। টুইটারে মায়ের সঙ্গে ছবি পোস্ট করে সচিন লেখেন, ‘‘মায়ের আশীর্বাদ নিয়ে দিন শুরু করলাম। আমাকে গণেশের একটি ছোট্ট মূর্তি উপহার দিয়েছেন মা। এই উপহার সত্যিই স্মরণীয়।’’

টুইটারে তাঁকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন ক্রিকেট দুনিয়ার বিশিষ্ট ব্যক্তিত্বেরা। ভারতীয় অধিনায়ক বিরাট লিখেছেন, ‘‘ক্রিকেটের প্রতি তোমার আবেগ ও ভালবাসা অনেককে অনুপ্রাণিত করেছে। আগামী বছর খুব ভাল কাটুক পাজি।’’ সহ-অধিনায়ক রোহিত শর্মা তুলে ধরেছেন, সচিনের সঙ্গে পাঁচ সেরা মুহূর্ত। রোহিতের টুইট, ‘‘জন্মদিনের শুভেচ্ছা পাজি। তোমার সঙ্গে কাটানো পাঁচ সেরা মুহূর্ত তুলে ধরলাম। ১) সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ফাইনালে তোমার সঙ্গে ম্যাচ জেতানো জুটি। ২) ইডেনে টেস্ট অভিষেকে তোমার থেকে ভারতীয় দলের টুপি পাই। ৩) তোমার সঙ্গে আইপিএল ও চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার সৌভাগ্য। ৪) তোমার টেস্ট জীবনের ১৯৯ ও ২০০ টেস্ট ম্যাচের দলে থাকা। ৫) মাঠে থেকে তোমার শততম শতরান উপভোগ করা। এই মুহূর্তগুলো কখনও ভোলা যাবে না।’’

Advertisement

কিংবদন্তির জন্মদিনে আইসিসিও বিশেষ টুইট করে সম্মান জানিয়েছে সচিনকে। তাদের টুইট, ‘‘ক্রিকেট দুনিয়ার সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ব্যাটসম্যানকে শুভেচ্ছা। শুভ জন্মদিন সচিন তেন্ডুলকর।’’ ভারতীয় বোর্ডও সচিনকে সম্মান জানিয়েছে, ২০০৮-এ ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর সেঞ্চুরির ভিডিয়ো আপলোড করে।

তাঁর এক সময়ের সতীর্থ, অধিনায়ক ও ওপেনিং পার্টনার সৌরভ গঙ্গোপাধ্যায়ও শুভেচ্ছা জানাতে ভোলেননি। সৌরভের টুইট, ‘‘শুভ জন্মদিন এসআরটি। সুস্থ ও দুরন্ত জীবন উপভোগ করো।’’ সচিনকে সম্মান জানিয়েছেন, ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রীও। লিখেছেন, ‘‘শুভ জন্মদিন বসম্যান। ক্রিকেটে যে ধারা তুমি স্থাপন করেছ, তা অমর হয়ে থাকবে। ঈশ্বর তোমার মঙ্গল করুন।’’

টেস্টে ৫১টি সেঞ্চুরি ও ওয়ান ডে-তে ৪৯টি সেঞ্চুরির মালিকের আন্তর্জাতিক ক্রিকেট জীবন শুরু হয় ১৫ নভেম্বর ১৯৮৯ সালে। দেশের হয়ে ছ’টি বিশ্বকাপ খেলেছেন। ২০১১-এ ভারতের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য তিনি। সচিন নিজেই আইসিসিকে বলেছেন, ‘‘বিশ্বকাপ জেতার পরে ওয়াংখেড়েতে সতীর্থদের কাঁধে চেপে মাঠ পরিক্রমার অনুভূতি আমার জীবনের সেরা মুহূর্ত।’’

সে দলে সচিনের ওপেনিং পার্টনার বীরেন্দ্র সহবাগও আবেগপ্রবণ। ২০০৭ বিশ্বকাপের ব্যর্থতার ছবির পাশে ২০১১ বিশ্বকাপ জয়ের ছবি দিয়ে লিখেছেন, এই মানুষটি ব্যাট করার সময় ভারতে সময়ও থেমে যেত। তবুও দু’টি ছবি পাশাপাশি দিলাম। বোঝানোর চেষ্টা করলাম, প্রত্যেকটি খারাপ সময়ের পরে ভাল সময় আসবেই। সেই ভাল সময় নিজেকেই তৈরি করতে হয়। সচিন পাজিকে নিজের ভাল সময় তৈরি করতে দেখেছি। সামনে থেকে।’’

২০১১ বিশ্বকাপের ম্যান অব দ্য টুর্নামেন্ট যুবরাজ সিংহের টুইট, ‘‘তাঁর ব্যাট যে রকম আজন্ম সুইট স্পট তৈরি করেছে, আমাদের মনেও তার জন্য তৈরি হয়েছে সুইট স্পট। শুভ জন্মদিন মাস্টার। তোমার রেকর্ডের মতোই জ্বলজ্বল করুক তোমার জীবন। ভাল থেকো।’’

তাঁদের পাশাপাশি ভারতীয় মহিলা ওয়ান ডে দলের অধিনায়ক মিতালি রাজও সম্মান জানিয়েছেন সচিনকে। মিতালির টুইট, ‘‘তোমাকে দেখেই ব্যাট ধরতে শিখেছে ভারত। শুভ জন্মদিন।’’

ক্রিকেট দুনিয়ার পাশাপাশি সচিনকে শুভেচ্ছা জানিয়েছেন দীপা কর্মকার থেকে রানি রামপাল। শুভেচ্ছা জানিয়েছেন সারা দেশের ক্রিকেটপ্রেমীরাও।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement