Cricket

সতর্ক হয়ে ব্যাট করতে গিয়ে রানের গতি কমেছে, পূজারাদের কড়া বার্তা কোহালির

দু’ ম্যাচের টেস্ট সিরিজে পিছিয়ে পড়েছে ভারত। দ্বিতীয় টেস্ট ম্যাচ ভারতের কাছে মরণবাঁচনের। দ্বিতীয় টেস্টে ইতিবাচক মনোভাব নিয়ে ব্যাট করতে নামার পরামর্শ দিচ্ছেন কোহালি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৩৪
Share:

সতীর্থদের মানসিকতা বদলাতে বললেন কোহালি। ছবি— রয়টার্স

অতিরিক্ত সতর্ক হতে গিয়ে ভারতীয় ব্যাটসম্যানরা বেসিন রিজার্ভের প্রথম টেস্ট ম্যাচে নিজেদের সহজাত ব্যাটিংটাই করেননি। বল খেলেছেন বেশি। অথচ রান তুলতে পারেননি। তার ফলে কোনও সময়েই গতি পায়নি ভারতের ইনিংস। ক্রাইস্টচার্চের দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে চেতেশ্বর পূজারা-অজিঙ্ক রাহানেদের উদ্দেশে ভারত অধিনায়ক বিরাট কোহালির বার্তা, ‘‘সতর্কতার খোলস থেকে বেরিয়ে আসতে হবে।’’

Advertisement

দু’ ম্যাচের টেস্ট সিরিজে পিছিয়ে পড়েছে ভারত। দ্বিতীয় টেস্ট ম্যাচ ভারতের কাছে মরণবাঁচনের। দ্বিতীয় টেস্টে ইতিবাচক মনোভাব নিয়ে ব্যাট করতে নামার পরামর্শ দিচ্ছেন কোহালি। তিনি বলেছেন, ‘‘আমার মনে হয় ব্যাটিং বিভাগের ভাষা বদলানো দরকার। সতর্ক হয়ে ব্যাটিং করা দলকে মোটেও সাহায্য করছে না। অতিরিক্ত সতর্ক হয়ে ব্যাট করতে গিয়ে শট খেলাই বন্ধ করে দিচ্ছে ব্যাটসম্যানরা।’’

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে চেতেশ্বর পূজারা ৮১ বল খেলে ১১ রান করেন। এক সময়ে ২৮ বল খেললেও একটি রানও করেননি তিনি। হনুমা বিহারী ৭৯ বলে করেন ১৫ রান। বেশি বল খেলেও ভারতীয় ব্যাটসম্যানরা রানের গতি বাড়াতে পারেননি। তার ফলে চাপ এসে পড়েছিল ওপেনার ময়ঙ্ক আগরওয়ালের উপরে। রানের গতি বাড়াতে গিয়ে ভুল শট খেলে আউট হন ময়ঙ্ক। এই মানসিকতা থেকে বেরিয়ে আসার কথা বলছেন অধিনায়ক।

Advertisement

আরও পড়ুন: বাংলার বিরুদ্ধে শেষ চারের স্কোয়াড ঘোষণা করল কর্নাটক, দলে ফিরলেন রাহুল

কোহালি নিজে আক্রমণাত্মক ক্রিকেট খেলেন। প্রতিপক্ষের শিবিরে আক্রমণ নিয়ে যান তিনি। কোহালি চান তাঁর সতীর্থরাও ব্যাট করতে নেমে একই পন্থা অবলম্বন করুন। কোহালি বলছেন, ‘‘সবুজ উইকেট থাকলে আমি প্রতি আক্রমণে রাস্তা নেব। তাতে দলের রানও বাড়ানো যাবে। কিন্তু সতর্ক হয়ে ব্যাট করলে দলের কোনও লাভ হবে না বলেই আমার মনে হয়। বিশেষ করে বিদেশের মাটিতে অ্যাওয়ে ম্যাচ খেলতে এসে অন্য নীতি নেওয়া দরকার।’’

আরও পড়ুন: খারাপ খেলেছি কিন্তু একটা হারে খারাপ হয় না দল, বলছেন বিরাট

ব্যাটসম্যানদের মানসিকতাও বদলাতে বলেছেন কোহালি। নিউজিল্যান্ডের পরিবেশ-পরিস্থিতি নিয়ে ভাবতে বসলে চলবে না বলেই মনে করছেন কোহালি। তাঁর বক্তব্য, ‘‘আমরা যদি কন্ডিশন নিয়ে ভাবনাচিন্তা বেশি করি তাহলে নিজেদের ব্যাটিং থেকে ফোকাস নড়ে যাবে।’’ কোহালির বার্তায় কি বদলাবে পূজারাদের ব্যাটিং? ভারতের ক্রিকেট সমর্থকরাও কোহালি-পূজারা-রাহানেদের কাছ থেকে আগ্রাসী ব্যাটিং দেখতে চাইছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement