রাহুল এবং কোহলী। ফাইল ছবি
আইসিসি-র টি২০ ব্যাটসম্যানদের ক্রমতালিকায় ৫ নম্বরেই থেকে গেলেন বিরাট কোহলী। তবে এক ধাপ উঠে এসে ৬ নম্বরে এলেন কে এল রাহুল।
ব্যাটসম্যানদের তালিকায় এই দুই ভারতীয়ই প্রথম দশে রয়েছেন। কিন্তু বোলার বা অলরাউন্ডারদের তালিকায় কোনও ভারতীয় নেই, যা বেশ চিন্তায় ফেলেছে সমর্থকদের।
টি২০-তে কোহলীর রয়েছে ৭৬২ পয়েন্ট। ইংল্যান্ডের দাউইদ মালান (৮৮৮), অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ (৮৩০), পাকিস্তানের বাবর আজম (৮২৮) এবং নিউজিল্যান্ডের ডেভন কনওয়ের (৭৭৪) পরেই রয়েছেন তিনি।
একদিনের ক্রিকেটের তালিকায় শীর্ষেই থেকে গেলেন বাবর। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে কোহলী এবং রোহিত শর্মা। বোলারদের তালিকায় প্রথম দশে একমাত্র বোলার যশপ্রীত বুমরা। তিনি ৬ নম্বরে রয়েছে। অলরাউন্ডারদের তালিকায় ৯ নম্বরে থাকলে রবীন্দ্র জাডেজা।
জীবনের সেরা র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন ক্রিস ওকস। তিনি বোলারদের তালিকায় ৩ নম্বরে রয়েছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম দু’ম্যাচে ৬ উইকেট নিয়েছেন তিনি।