Euro Cup 2020

Euro 2020: ফুটবল-জ্বরে আক্রান্ত বুমরাও, স্ত্রী-কে নিয়ে স্টেডিয়ামে বসে দেখলেন ইটালি-স্পেন ম্যাচ

বিশ্ব টেস্ট ফাইনালের পর ভারতীয় দলের বিভিন্ন ক্রিকেটারই নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন। এর আগে ইংল্যান্ডের ম্যাচে দেখা গিয়েছে ঋষভ পন্থকে। এবার বুমরাকেও দেখা গেল ফুটবল মাঠে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২১ ১৯:০৮
Share:

বুমরা এবং সঞ্জনা। ফাইল ছবি

খেলেন ক্রিকেট। কিন্তু যে দেশে তিনি এখন রয়েছেন তারা আপাতত ফুটবল নিয়ে মত্ত। সেই ছোঁয়া থেকে নিজেকে বাঁচাতে পারলেন না যশপ্রীত বুমরাও। স্ত্রী সঞ্জনা গণেশনকে নিয়ে চলে গেলেন ইউরো কাপের ম্যাচ দেখতে।

Advertisement

বিশ্ব টেস্ট ফাইনালের পর ভারতীয় দলের বিভিন্ন ক্রিকেটারই নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন। এর আগে ইংল্যান্ডের ম্যাচে দেখা গিয়েছে ঋষভ পন্থকে। এবার বুমরাকেও দেখা গেল ফুটবল মাঠে।

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলতে বুমরা ইংল্যান্ডে রয়েছেন। স্ত্রী সঞ্জনা সম্প্রচারকারী চ্যানেলের হয়ে কাজ করতে একই জায়গায় রয়েছেন।

Advertisement

মঙ্গলবার ওয়েম্বলি স্টেডিয়ামে ইটালি এবং স্পেন সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নেমেছিল। টাইব্রেকারে স্পেনকে হারিয়ে ফাইনালে ওঠে ইটালি। গোটা ম্যাচ তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন এই দম্পতি।

ম্যাচের আগেই অবশ্য ছবি পোস্ট করেছিলেন সঞ্জনা। তবে ছবিতে কোনও ক্যাপশন দেননি। শুধু ইটালি এবং স্পেনের জাতীয় পতাকার ছবি দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement