Shakil Afridi

Shahid Afridi: পাকিস্তানের দল নির্বাচনের পদ্ধতিকে একহাত নিলেন শাহিদ আফ্রিদি

সাম্প্রতিক কালে পাকিস্তানের সাদা বলের দলে অনেক নতুন মুখ সুযোগ পেয়েছেন। কিন্তু দীর্ঘমেয়াদী সাফল্য প্রায় কেউই পাননি। ফলে দল থেকে বাদ পড়তে হয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২১ ১৮:২১
Share:

শাহিদ আফ্রিদি। ফাইল ছবি

পাকিস্তানের দল নির্বাচন নীতিকে একহাত নিলেন শাহিদ আফ্রিদি। প্রাক্তন স্পিনার জানালেন, যে ভাবে হঠাৎ করে ক্রিকেটারদের জাতীয় দলে সুযোগ দেওয়া হচ্ছে এবং ভাল খেলতে না পারলেই বাদ দেওয়া হচ্ছে, তাতে দেশের ক্রিকেটের কোনও লাভই হচ্ছে না।

Advertisement

সাম্প্রতিক কালে পাকিস্তানের সাদা বলের দলে অনেক নতুন মুখ সুযোগ পেয়েছেন। কিন্তু দীর্ঘমেয়াদী সাফল্য প্রায় কেউই পাননি। ফলে দল থেকে বাদ পড়তে হয়েছে।

সেই নিয়ে দেশের বোর্ডের সমালোচনা করে আফ্রিদি বলেছেন, “পাকিস্তানের হয়ে খেলা এখন খুব সহজ ব্যাপার হয়ে গিয়েছে। আগে পেশাদার ক্রিকেটারদের কাছে সব থেকে বড় স্বপ্ন থাকত দেশের হয়ে খেলা। এখন যে কেউ সুযোগ পেয়ে যাচ্ছে।”

Advertisement

আফ্রিদির মতে, যে কোনও ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেটে অন্তত ২-৩ বছর খেলতে দেওয়ার পরেই জাতীয় দলে সুযোগ দেওয়া উচিত। বলেছেন, “ঘরোয়া ক্রিকেটে বা পাকিস্তান সুপার লিগে একটা-দুটো ম্যাচে ভাল খেলার পরেই জাতীয় দলে সুযোগ দেওয়া হচ্ছে কেন? ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলার সুযোগ দেওয়া উচিত।”

আফ্রিদির সংযোজন, “আন্তর্জাতিক ম্যাচ খেলার মতো মানসিক শক্তি ক্রিকেটারদের মধ্যে কতটা রয়েছে, সমর্থক এবং সংবাদমাধ্যমে চাপ সামলাতে তৈরি কি না, এসব বিচার করেই জাতীয় দলের হয়ে খেলার সুযোগ দেওয়া উচিত। আমাদের দেশে ক্রিকেটারদের প্রতিভা থাকলেও মানসিক ক্ষেত্রে অনেকটা পিছিয়ে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement