Fire

পুরনো বিবাদের জেরে গুলি চলল কৃষ্ণনগরে! জখম তিন যুবক, দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ

শনিবার রাতে কৃষ্ণনগরের চকপাড়া এবং চৌধুরীপাড়ার সংযোগস্থলে ঘটনাটি ঘটে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, পুরনো বিবাদের জেরেই এই হামলা চালানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৫ ২৩:৫৬
Share:
প্রকাশ্য রাস্তায় চলল গুলি।

প্রকাশ্য রাস্তায় চলল গুলি।

ব্যস্ত রাস্তার মাঝেই গুলি চলল নদিয়ার কৃষ্ণনগরে! অভিযোগ, শনিবার রাতে একদল যুবক ধারালো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র নিয়ে অন‍্য একটি দলের উপর চড়াও হন। এক রাউন্ড গুলিও চালানো হয় বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, হামলায় তিন জন আহত হয়েছেন। তবে তাঁদের আঘাত গুরুতর নয়। ওই ঘটনার পরেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

Advertisement

শনিবার রাতে কৃষ্ণনগরের চকপাড়া এবং চৌধুরীপাড়ার সংযোগস্থলে ঘটনাটি ঘটেছে। প্রাথমিক ভাবে পুলিশোর অনুমান, পুরনো বিবাদের জেরেই এই হামলা চালানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এর আগে সরস্বতী পুজোর ভাসানকে কেন্দ্র করেও দু’পক্ষের বিস্তর ঝামেলা হয়। শনিবার নতুন করে বিবাদ শুরু হয়। তখনই ধারালো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র নিয়ে একে অপরের উপর চড়াও হন যুবকেরা। তাতেই জখম হন তিন জন। অভিযোগ, এক রাউন্ড গুলিও চালানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে এখনও পর্যন্ত ঘটনাস্থল থেকে কোনও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই হামলায় জড়িত সন্দেহে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ওই ঘটনায় আরও কারা জড়িত ছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement