Kagiso Rabada

বিরাট আমার সেরাটা বের করে নেয়, বলছেন রাবাডা

২০১৯ সালের বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ছিল দক্ষিণ আফ্রিকার সঙ্গে। সেই ম্যাচের বল গড়ানোর আগে রাবাডা ও কোহালিকে নিয়ে প্রচুর কালি খরচ হয়েছিল।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২০ ১৯:২০
Share:

যুযুধান কোহালি ও রাবাডা। —ফাইল চিত্র।

বাইশ গজে বিরাট কোহালি এবং কাগিসো রাবাডা বহু স্মরণীয় ক্রিকেট-যুদ্ধের জন্ম দিয়েছেন। কোহালিকে ব্যাট হাতে দেখলেই নিজের সেরাটা দেওয়ার ইচ্ছা বহুগুণে বেড়ে যায় দক্ষিণ আফ্রিকার পেসার রাবাডার। প্রোটিয়া পেসার জানান, কোহালি তাঁর মধ্যে থেকে সেরাটা বের করে আনেন।

Advertisement

২০১৯ সালের বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ছিল দক্ষিণ আফ্রিকার সঙ্গে। সেই ম্যাচের বল গড়ানোর আগে রাবাডা ও কোহালিকে নিয়ে প্রচুর কালি খরচ হয়েছিল। তার আগে দুই তারকার লড়াই নিয়ে অনেক চর্চাও হয়েছিল। প্রোটিয়া পেসার বলছেন, ‘‘ওয়ানডেতে বিরাট খুবই ধারাবাহিক। টেস্ট ক্রিকেটেও তাই।’’

দক্ষিণ আফ্রিকার হয়ে ৪৩টি টেস্ট থেকে রাবাডা নিয়েছেন ১৯৭টি উইকেট। ৭৫টি ওয়ানডে থেকে ১১৭টি উইকেট নেন। ২৪টি টি টোয়েন্টি থেকে ৩০টি উইকেট নেন দক্ষিণ আফ্রিকান পেসার। রাবাডা বলছেন, ‘‘বেন স্টোকস, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসনও আমার খুব পছন্দের।’’

Advertisement

আরও পড়ুন: ‘আমার সাফল্যে বড় অবদান আক্রম-জাহিরের’

২০১৯ বিশ্বকাপে বিপর্যয় ঘটে প্রোটিয়া-ব্রিগেডের। আগামী দিনের জন্য নিজের লক্ষ্য স্থির করছেন রাবাডা। প্রোটিয়া পেসার বলছেন, ‘‘আমার খেলার কিছু ব্যাপারে নজর দিতে হবে। তা হলে আরও ভাল খেলতে পারব। বিশ্বকাপ জিততে পারলে তা দারুণ হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement