Washington Sundar

কোহলীকে কত বার আউট করেছেন, জানালেন ওয়াশিংটন সুন্দর

ম্যাচে হোক বা নেটে, বিরাট কোহলীকে বল করতে যে কোনও বোলারই ভয় পান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ মে ২০২১ ২১:৩২
Share:

কোহলী এবং ওয়াশিংটন। ছবি টুইটার

ম্যাচে হোক না নেটে, বিরাট কোহলীকে বল করতে যে কোনও বোলারই ভয় পান। কারণ, দু’জায়গাতেই কোহলীর দায়বদ্ধতা থাকে সমান। কোথাও এতটুকু ফাঁক রাখেন না ভারত অধিনায়ক।

Advertisement

ম্যাচে না হলেও তাঁকে অনেকবার অনুশীলনে বল করতে হয়েছে কোহলীর বিরুদ্ধে। তাই স্পষ্ট ভাষায় কোহলীকেই ‘ক্রিকেটের রাজা’ বলে দিলেন ওয়াশিংটন সুন্দর। বাকিদের থেকে কোহলী অনেকটাই এগিয়ে, সেটাও জানিয়ে দিয়েছেন তিনি।

সীমিত ওভারের ক্রিকেটে এখন ভারতীয় দলের নিয়মিত সদস্য ওয়াশিংটন। পাশাপাশি আরসিবি-র হয়েও নিয়মিত দেখা যায় তাঁকে। আইপিএল শেষ হওয়ার আগে পর্যন্ত ভাল ছন্দেই ছিলেন তিনি। এক ক্রিকেট ওয়েবসাইটের প্রশ্নোত্তর পর্বে ওয়াশিংটনকে জিজ্ঞাসা করা হয়েছিল, অনুশীলনে কত বার কোহলীকে আউট করেছেন তিনি।

Advertisement

ওয়াশিংটন উত্তর দিয়েছেন, “খুব বেশি আউট করতে পারি না ওকে। কারণ ও ক্রিকেটের রাজা। প্রত্যেকটা সেশনে ওকে আউট করা সম্ভব নয়। হয়তো দুটো সেশনে এক বার ওকে আউট করলাম। তবে যখনই কোহলীকে আউট করি সেটা আমাকে আলাদা তৃপ্তি দেয়।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement