Yuzvendra Chahal

১০০ বার চেষ্টা করার পর অবশেষে এই কাজে সাফল্য পেলেন যুজবেন্দ্র চহাল

এত পরিশ্রম বোধহয় কোনও ব্যাটসম্যানকে আউট করতে গিয়েও হয়নি যুজবেন্দ্র চহালের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ মে ২০২১ ১৮:০৬
Share:

যুজবেন্দ্র চহাল। ফাইল ছবি

এত পরিশ্রম বোধহয় কোনও ব্যাটসম্যানকে আউট করতে গিয়েও হয়নি যুজবেন্দ্র চহালের, যতটা হল দুই পোষ্যের সঙ্গে ছবি তুলতে গিয়ে। দীর্ঘদিনের চেষ্টার পর অবশেষে দুই পোষ্যকে ক্যামেরাবন্দি করতে পারলেন ভারতীয় দলের সেই স্পিনার। সেই ছবি ইনস্টাগ্রামেও দিয়েছেন তিনি।

Advertisement

বিশ্বের তাবড় ব্যাটসম্যানদের আউট করার ব্যাপারে তাঁর জুড়ি নেই। পরিকল্পনা করে বিপক্ষ ব্যাটসম্যানকে বোকা বানিয়ে অনেক বারই স্টাম্প নড়িয়ে দিয়েছেন। কিন্তু কিছুতেই নিজের দুই কুকুর গ্রুট এবং স্কটিকে ক্যামেরার সামনে দাঁড় করাতে পারছিলেন না। সেটা হল ১০০ বার চেষ্টার পর। চহালও তাই খুশি।

ইনস্টাগ্রামে দুই পোষ্যের সঙ্গে ছবি পোস্ট করে চহাল লিখেছেন, “১০০ তম প্রচেষ্টার পর অবশেষে গ্রুট এবং স্কটির সঙ্গে একটা ভাল ছবি তুলতে পারলাম। আনন্দ ধরে রাখতে পারছি না।” সামনে কোনও খেলা নেই। চহাল তাই সময় কাটাচ্ছেন গুরুগ্রামে নিজের বাড়িতেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement