Virat Kohli

অপারেশন অস্ট্রেলিয়া, জিমে ঘাম ঝরাচ্ছেন কোহালি

সপ্তাহখানেক আগে অস্ট্রেলিয়ায় পা রেখেছে ভারত। প্রস্তুতিও শুরু করে দিয়েছেন কোহালিরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২০ ২১:০৫
Share:

জিমে কোহালি। ছবি-টুইটার থেকে।

২৭ নভেম্বর ভারত-অস্ট্রেলিয়ার প্রথম ওয়ানডে ম্যাচ। এই ম্যাচ দিয়েই শুরু হচ্ছে এ বারের সিরিজ। তার আগে ফিটনেস সাধনায় মগ্ন ভারত অধিনায়ক বিরাট কোহালি। সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেছেন তিনি। তাতে দেখা যাচ্ছে কখনও জিমে ওজন তুলছেন ভারত অধিনায়ক, কখনও আবার ট্রেডমিলে ঘাম ঝরাচ্ছেন।

Advertisement

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পরে শুরু হবে টি টোয়েন্টি সিরিজ। সেই সিরিজেও ম্যাচের সংখ্যা তিনটি। তার পরেই পিঙ্ক বল টেস্ট। সেই টেস্ট খেলে দেশে ফিরে আসবেন কোহালি।

পুরো টেস্ট সিরিজ থাকতে না পারলেও কোহালি ফোকাস করছেন সাদা ও পিঙ্ক বলের ক্রিকেটে। সেই কারণে নিজেকে তৈরি করছেন আসন্ন যুদ্ধের জন্য।

Advertisement

আরও পড়ুন: চোট-বিতর্ক নিয়ে এ বার নিজেই মুখ খুললেন রোহিত

সপ্তাহখানেক আগে অস্ট্রেলিয়ায় পা রেখেছে ভারত। প্রস্তুতিও শুরু করে দিয়েছেন কোহালিরা। এর মধ্যেই অ্যাডিলেডে নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের আকাশপথে অ্যাডিলেড থেকে সিডনিতে সরিয়ে আনা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement