দল গোছাতে চান বিরাট, ভাগ্যের খোঁজে ম্যাকালাম

আরসিবি সমর্থকদের কাছে কোহালি আবেদন জানিয়েছেন দলের পাশে থাকতে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯ ০৪:১৭
Share:

ট্রফি জেতার লক্ষ্যে এ বার কোনও ত্রুটি রাখতে চান না বিরাট কোহালি।—ফাইল চিত্র।

এখনও তাঁর মাথায় আইপিএল মুকুট ওঠেনি। সেই অধরা ট্রফি জেতার লক্ষ্যে এ বার কোনও ত্রুটি রাখতে চান না বিরাট কোহালি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক জানিয়েছেন, এ বার সব বিভাগ শক্তিশালী করেই তাঁরা আইপিএলে ঝাঁপাবেন। শুধু কোহালিই নন, বাকি সাতটি দলও চাইবে সব রকম দুর্বলতা মুছে ফেলতে। যে কারণে গুরুত্বপূর্ণ হতে চলেছে বৃহস্পতিবারের কলকাতার নিলাম।

Advertisement

যে নিলামের দু’দিন আগে আরসিবির তরফে কোহালির একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে টুইটারে। যেখানে ভারত অধিনায়ক বলেছেন, ‘‘আমাদের হাতে এখনই একটা শক্তিশালী গ্রুপ আছে। যাদের কেন্দ্র করে এ বার বাকি দলটা তৈরি করতে হবে। এই নিয়ে আমাদের মধ্যে আলোচনাও হয়েছে। আমি সবাইকে আশ্বস্ত করছি যে, আমরা একটা ভাল দলই তৈরি করব। যার সব বিভাগই শক্তিশালী হবে।’’

পাশাপাশি আরসিবি সমর্থকদের কাছে কোহালি আবেদন জানিয়েছেন দলের পাশে থাকতে। তিনি বলেছেন, ‘‘আমাদের সঙ্গে থাকুন, আমাদের সমর্থন করুন। আপনাদের সমর্থন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমরা এখন নিলামের দিকে তাকিয়ে আছি। অপেক্ষা করুন আর দেখুন, কী হয় ১৯ ডিসেম্বর।’’ তিনি এও জানাতে ভোলেননি যে, আরসিবি টিম ম্যানেজমেন্ট দারুণ কাজ করে চলেছে। কোহালির মন্তব্য, ‘‘মাইক (হেসন), সাইমন (কাটিচ)— এরা সবাই খুব ভাল কাজ করছে। ওদের পাশে থাকুন।’’

Advertisement

কোহালিরা যেমন তৈরি হচ্ছেন নিলামের ঘুঁটি সাজাতে, সে রকম ভাবেই হোমওয়ার্ক করে চলেছে বাকি দলগুলোও। মঙ্গলবার বিমান ধরার আগে কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাকালাম টুইট করেছেন, ‘‘কলকাতায় আসছি। কেকেআরের পুরো দল আর দু’দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে।’’ ম্যাকালাম আশা করছেন, নিলামে ভাগ্য তাঁদের পক্ষে থাকবে। নিউজ়িল্যান্ডের প্রাক্তন অধিনায়ক লিখেছেন, ‘‘আমাদের যাবতীয় প্রস্তুতি এবং পরিকল্পনা করা হয়ে গিয়েছে। কিন্তু তা সত্ত্বেও নিলামের দিন ভাগ্যের সাহায্য দরকার হয়ে থাকে। আশা করব, ওই দিন ভাগ্য আমাদের পক্ষে থাকবে।’’

আরসিবি এবং কেকেআর— দুটো দলই এমন দু’জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে যাঁরা আপাতত দারুণ ফর্মে। কোহালির দল নিলামে তুলে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের শিমরন হেটমায়ারকে। কেকেআর ছেড়ে দিয়েছে ক্রিস লিনকে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আগের ম্যাচেই ঝড় তুলেছিলেন হেটমায়ার। আর বিধ্বংসী ফর্মে লিনকে দেখা গিয়েছে আবু ধাবির টি-টেন ক্রিকেটে। দশ ওভারের ক্রিকেটেও ৯১ রানের ইনিংস খেলেছিলেন লিন। যা দেখে যুবরাজ সিংহ পর্যন্ত বলেছিলেন, ‘‘লিনকে ছেড়ে দিয়ে ভুল করেছে কেকেআর।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement