Polba

পাড়া-বৈঠকে জল, রাস্তা নিয়ে নালিশ ডিএমকে

বিভিন্ন এলাকায় গিয়ে সরকারি পরিষেবা ও পরিকাঠামো নিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলছেন জেলাশাসক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ১০:১৯
Share:

পোলবায় পাড়া বৈঠকে জেলা শাসক। নিজস্ব চিত্র।

বহু বাড়িতে পানীয় জলের সংযোগ হয়নি। রাস্তার নলকূপই ভরসা। কিন্তু বিভিন্ন রাস্তা বেহাল। হুগলির জেলাশাসক মুক্তা আর্যের পাড়া-বৈঠকে এমন নানা ক্ষোভের কথা জানালেন পোলবা-দাদপুর ব্লকের উত্তর দাদপুরের বাসিন্দারা। বৃহস্পতিবার বিকেলে এখানকার হালুসা এলাকায় ওই পাড়া-বৈঠক হয়।

Advertisement

বিভিন্ন এলাকায় গিয়ে সরকারি পরিষেবা ও পরিকাঠামো নিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলছেন জেলাশাসক। এ দিন সকাল সাড়ে ১০টা নাগাদ তিনি ওই ব্লকে যান। প্রায় পাঁচ ঘণ্টা ধরে মহানাদ, উত্তর দাদপুর, সুগন্ধা ইত্যাদি এলাকায় ঘুরে আবাস প্রকল্পের কাজ, উপ-স্বাস্থ্যকেন্দ্র, অঙ্গনওয়াড়ি কেন্দ্র প্রভৃতি পরিদর্শন করেন। মহানাদ পঞ্চায়েতের একটি ভবন উদ্বোধন করেন।

এর পরে পাড়া-বৈঠক হয়। জেলাশাসক ছাড়াও মহকুমাশাসক (সদর) স্মিতা সান্যাল শুক্ল-সহ প্রশাসনের অন্য আধিকারিক, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও সদস্যেরা, ব্লকের ১২টি পঞ্চায়েতের প্রধান-উপপ্রধান, পুলিশের আধিকারিক প্রমুখ উপস্থিত ছিলেন। এলাকাবাসীর সঙ্গে বৈঠক সেরে আধিকারিকদের নিয়ে মহনাদের ‘বাস্তুহারা’ ভবনে আলোচনা করেন জেলাশাসক।

Advertisement

গ্রামবাসীদের প্রশ্নে জেলাশাসক জানান, যে সব জায়গায় পানীয় জলের সংযোগ হয়নি, তা শীঘ্রই হবে। রাস্তা সংস্কারের দাবি আধিকারিকদের লিখে নিতে বলে জেলাশাসক বিষয়টি দেখার আশ্বাস দেন। তিনি জানান, ‘বাংলা আবাস যোজনা’র প্রথম পর্যায়ের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে। তাঁরা যেন শীঘ্রই কাজ শুরু করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement