Virat Kohli

টি-টোয়েন্টিতে রাহুল ৩, কোহালি ৭ নম্বরে

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি, তিন ফরম্যাটেই কোহালি রয়েছেন প্রথম দশের ভিতর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২০ ২১:৫৭
Share:

এক ধাপ উঠলেন কোহালি। ছবি টুইটার থেকে নেওয়া।

এক ধাপ এগোলেন বিরাট কোহালি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের ক্রমপর্যায়ে ভারত অধিনায়ক উঠে এলেন সাতে। তাঁর পয়েন্ট ৬৯৭।

Advertisement

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি, তিন ফরম্যাটেই কোহালি রয়েছেন প্রথম দশের ভিতর। টি-টোয়েন্টিতে তিনি উঠে এসেছেন ৭ নম্বরে। ওয়ানডে ফরম্যাটে তিনি শীর্ষে রয়েছেন। আর টেস্ট তিনি রয়েছেন দুইয়ে।

টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যাটসম্যানদের তালিকায় ভারতীয়দের মধ্যে প্রথম দশে আছেন আর একজনই, লোকেশ রাহুল। তালিকায় ৩ নম্বরে আছেন তিনি। তাঁর পয়েন্ট ৮১৬। ডেভিড মালান (৯১৫) ও বাবর আজমের (৮২০) পরে রয়েছেন রাহুল। টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যাটসম্যান, বোলার ও অলরাউন্ডার, সব মিলিয়ে বিরাট ও রাহুল ছাড়া আর কোনও ভারতীয় প্রথম দশে নেই।

Advertisement

আরও পড়ুন: আইপিএল গভর্নিং কাউন্সিলে ক্রিকেটারদের প্রতিনিধি প্রজ্ঞান ওঝা​

আরও পড়ুন: ফের ব্যাট হাতে নামছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, বোর্ডের সভার আগে প্রীতি ম্যাচ

টি-টোয়েন্টিতে বোলারদের তালিকায় ১৩ থেকে ৭ নম্বরে উঠে এসেছেন নিউজিল্যান্ডের টিম সাউদি। অন্যদিকে, এই ফরম্যাটেই ব্যাটসম্যানদের তালিকায় উঠে এসেছেন আর এক কিউয়ি টিম সেইফার্ট। তিনি কেরিয়ারের সেরা ৯ নম্বরে উঠে এসেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement