COVID-19

বাড়ি ফিরেই ব্যাট, প্যাড তুলে রেখে কোভিডে আর্তদের সাহায্যে নেমে পড়লেন বিরাট কোহলী

জন্মদিনের পরেই বিরাট-ঘরনী অনুষ্কা শর্মা জানিয়েছিলেন যে দ্রুতই আর্তদের সাহায্যের জন্য তিনি এবং কোহলী উদ্যোগী হবেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ মে ২০২১ ১৭:১৩
Share:

রাহুলের সঙ্গে কোহলী। ছবি টুইটার

যেমন কথা তেমন কাজ। মুম্বইয়ে ফিরেই কোভিডে আর্তদের সাহায্য করতে লেগে পড়লেন বিরাট কোহলী। বৃহস্পতিবার দেখা করলেন শিব সেনার যুব দলের সদস্য রাহুল কানালের সঙ্গে। কোভিডে সাধ্যমতো সাহায্যের আশ্বাস দিয়েছেন কোহলী।

Advertisement

বৃহস্পতিবার টুইটারে কোহলীর সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করেন রাহুল। লিখেছেন, ‘আমাদের অধিনায়কের সঙ্গে দেখা করলাম...কোভিডে সাহায্যের জন্য তিনি যে ভাবে উদ্যোগী হয়েছেন তার জন্য অনেক শ্রদ্ধা এবং ভালবাসা। তাঁর প্রচেষ্টার প্রশংসা করার জন্য কোনও শব্দই যথেষ্ট নয়’।

উল্লেখ্য, নিজের জন্মদিনের পরেই বিরাট-ঘরনী অনুষ্কা শর্মা জানিয়েছিলেন যে দ্রুতই আর্তদের সাহায্যের জন্য তিনি এবং কোহলী উদ্যোগী হবেন। সেই সম্পর্কে বিস্তারিত এখনও কিছু জানাননি অনুষ্কা। এই সাক্ষাৎ তারই অঙ্গ কিনা সেটাও জানা যায়নি।

Advertisement

কোহলীর দল আরসিবি-ও কোভিডের বিরুদ্ধে অগ্রণী কর্মীদের সম্মান জানাতে বিশেষ নীল জার্সি পরার পরিকল্পনা করেছিল। তবে সেই সুযোগ আসার আগেই প্রতিযোগিতা বাতিল হয়ে যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement