IPL 2021

শুধু আমিরশাহি নয়, আইপিএল-এর বাকি ম্যাচ আয়োজন করার দৌড়ে আরও দুই দেশ

মরসুমের মাঝপথে বন্ধ হয়ে যাওয়া আইপিএল এ দেশে ফের চালু হওয়ার সম্ভাবনা কার্যত নেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ মে ২০২১ ১৫:৫৭
Share:

কোথায় হবে আইপিএল? ফাইল ছবি

মরসুমের মাঝপথে বন্ধ হয়ে যাওয়া আইপিএল এ দেশে ফের চালু হওয়ার সম্ভাবনা কার্যত নেই। বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে এমনটাই জানা গিয়েছে। বছরের শেষের দিকে কোনও সময়ে বিদেশে আইপিএল করার সম্ভাবনা রয়েছে। এগিয়ে সংযুক্ত আরব আমিরশাহি। তবে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডেও বাকি ম্যাচ হতে পারে।

Advertisement

ভারতের মাটিতে টি২০ বিশ্বকাপ হবে কি না তা নিয়ে জুলাইয়ে সিদ্ধান্ত নেবে আইসিসি। বিশ্বকাপ আমিরশাহিতে সরানো হতে পারে। সে ক্ষেত্রে তারপরে ওখানেই আইপিএল আয়োজন করা হতে পারে। কারণ বিশ্বকাপে অংশ নেওয়া অনেক ক্রিকেটারকে অন্যত্র যেতে হবে না।

তবে আমিরশাহিতে সেপ্টেম্বরে প্রচণ্ড গরম থাকার সম্ভাবনা। তাই বাকি ৩১টি ম্যাচ ইংল্যান্ডেও করা হতে পারে। ইংল্যান্ডে এমনিতেই জুলাইয়ে ভারতের টেস্ট সিরিজ হয়েছে। ফলে যাতায়াতের ক্ষেত্রে সমস্যা হবে না।

Advertisement

আরও একটি বিকল্প রয়েছে। ভারত যদি অস্ট্রেলিয়ার সঙ্গে টি২০ বিশ্বকাপ অদল-বদল করে নেয়, তাহলে বেশিরভাগ ক্রিকেটার বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় থাকবেন। তখন টি২০ বিশ্বকাপের আগে বা পরে আইপিএল-এর বাকি ম্যাচ আয়োজন করা যেতে পারে। তবে যা-ই হোক না কেন, ভারতে আয়োজন করার সম্ভাবনা অনেকটাই কম। কারণ, বিদেশি ক্রিকেটাররা আসতে চাইবেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement