ছবি- এএফপি
সীমিত ওভারের ক্রিকেটে এখন তিনি প্রায় অপ্রতিদ্বন্দ্বী। এ বার টেস্টেও অন্যদের ঢেকে ফেলার ইঙ্গিত দিচ্ছে কোহালির বিরাট ছায়া। ইনদওরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এবং শেষ টেস্টে ডাবল সেঞ্চুরি করে আজ নতুন নজির গড়লেন তিনি, ভারতীয় টেস্ট দলের ক্যাপ্টেন হিসেবে দ্বিতীয় দ্বিশতরানটা করে ফেলে। ক্যাপ্টেন হিসেবে একাধিক ডাবল সেঞ্চুরির নজির আর কোনও ভারতীয়ের নেই। ২১১ রান করে আউট হন ভারত অধিনায়ক। ১২ রানের জন্য ডাবল সেঞ্চুরি পেলেন না রাহানে।
কোহালির ২১১ আর রাহানের ১৮৮র উপর ভর করেই নিউজিল্যান্ডকে বিশাল রানের পাহাড় চাপে ফেলল ভারত। দ্বিতীয় দিনের শেষ নয় ওভার বাকি থাকতে ৫ উইকেটে ৫৫৭ রানে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেন কোহালি।
আরও পড়ুন- বিরাটকে দেখে এখন মনে হচ্ছে ব্যাটিংটাই সব থেকে সহজ
আরও পড়ুন- বাঙালির দুর্গাপুজো, নতুন রূপে নতুন সাজে
আরও পড়ুন- বৈভবে, বৈচিত্রে দম দেখাচ্ছে দমদম পার্ক