পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। ছবি এএফপি।
অধিনায়ক সরফরাজ আহমেদের নেতৃত্বে এক রাশ স্বপ্ন নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল পাকিস্তান ক্রিকেট দল। শুরুটা ভাল হলেও ধাক্কাটা আসে ভারতের বিরুদ্ধে ম্যাচের পর। ভারতের বিরুদ্ধে অসহায় আত্মসমর্পণের পর পাকিস্তান ক্রিকেট দলের মানসিকতা ও সরফরাজের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন পাক সমর্থকরা। এমনকি সোশ্যাল মিডিয়াতেও নেটিজেনদের তীব্র ব্যঙ্গর শিকার হয়েছিলেন সরফরাজ।
ভারতের বিরুদ্ধে হারের সেই ধাক্কা কাটিয়ে বিশ্বকাপের পরবর্তী ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছেন পাক অধিনায়ক। তারই অঙ্গ হিসাবে ফাঁকা মাঠের বাউন্ডারি লাইন ধরে একা একা ছুটতে দেখা গেল সরফরাজকে। তাঁর ছুটে বেড়ানোর সেই ভিডিয়ো ভাইরাল হতেই সরফরাজদের উপর রাগ একটুখানি হলেও কমল পাক সমর্থকদের।
ভারতের বিরুদ্ধে হারের পর সরফরাজকে ‘মোটা শুয়োর’ বলে আক্রমণ করেছিলেন নেটিজেনরা। ভারতের বিরুদ্ধে ম্যাচের সময় তাঁর হাই তোলা নিয়েও ব্যঙ্গ করেছিলেন পাক সমর্থকরা। তাঁরাই সরফরাজের ছোটার ভিডিয়ো দেখার পর বলছেন, ‘সরফরাজ আমরা দুঃখিত!’
আগামিকাল বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে পাকিস্তান। তার আগে সরফরাজের এই পরিশ্রম ফের আশা জাগিয়েছে পাক সমর্থকদের মনে।
আরও পড়ুন: বাসের মধ্যে গুরজিৎ, রানিদের নাচে উল্লসিত নেট দুনিয়া!
আরও পড়ুন: রিচার্ডসদের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল, স্মৃতিচারণ শাস্ত্রীর