Viral video

চড় মারার প্রতিযোগিতায় প্রতিপক্ষের মারে হাসপাতালে চ্যাম্পিয়ন, অভিনব প্রতিযোগিতার ভিডিয়ো ভাইরাল

সম্প্রতি দ্বিতীয় বারের জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। আর তাতেই নিজের মুকুট খোয়ালেন গত বারের চ্যাম্পিয়ন ভাসিলি ‘ডামপ্লিং’ খামোতস্কি। ভাসিলি পেশায় একজন কৃষক। সাইবেরিয়া অঞ্চলের বাসিন্দা তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯ ১৩:২৮
Share:

ভাসিলি‘ডামপ্লিং’ খামোতস্কি (লাল টি-শার্টে)। ছবি: টুইটার থেকে নেওয়া।

চড় মারারও যে প্রতিযোগিতা হতে পারে তা অনেকেই জানতে পারতেন না যদি না রাশিয়ার এই ভিডিয়ো সামনে আসত। তবে এটাই প্রথমবার নয়। এর আগেও রাশিয়ায় চড় মারার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।

Advertisement

সম্প্রতি দ্বিতীয় বারের জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। আর তাতেই নিজের মুকুট খোয়ালেন গত বারের চ্যাম্পিয়ন ভাসিলি ‘ডামপ্লিং’ খামোতস্কি। ভাসিলি পেশায় একজন কৃষক। সাইবেরিয়া অঞ্চলের বাসিন্দা তিনি।

প্রথমবারের জন্য ভাসিলি হারলেন, তাও আবার একদম নকআউট হয়ে। বিপক্ষের চড় খেয়ে ভাসিলি প্রায় মিনি কোমায় চলে গিয়েছিলেন বলে নিজেই জানিয়েছেন। নক আউট হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবশ্যচিকিত্সার পর তাঁকে ছেড়ে দেন চিকিত্সকরা।

Advertisement

আরও পড়ুন: শৌচালয়ে যুবক নিজের শরীর থেকে টেনে বার করলেন ৩২ ফুটের...

প্রতিপক্ষের চড় খেযে ভাসিলির উল্টে পড়ার সেই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

দেখুন সেই ভিডিয়ো:

এর আগেও নানা জায়গায় এমন চড় মারা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ভাসিলি। সেই সব ভিডিয়োও রীতিমতো শেয়ার হয় সোশ্যাল মিডিয়ায়।

দেখুন সেই ভিডিয়ো:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement