উল্টো করে ব্যাট ধরে রান। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
রান আউট হওয়া থেকে বাঁচতে প্রাণপণে দৌড়চ্ছেন ব্যাটসম্যান। বল উইকেটে না ঠেকায় রান আউটের হাত থেকে বেঁচে গেলেন। কিন্তু স্টাম্পে তিনি ব্যাট ঠেকালেন উল্টো ধরে। অর্থাৎ ব্যাটের পিছন দিক হাতে ধরে হাতলের দিক ঠেকিয়েছেন মাটিতে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে পাকিস্তান সুপার লিগে। সেই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ওই ঘটনা নিয়ে মেতেছেন নেটাগরিকরা।
সম্প্রতি পাকিস্তান সুপার লিগের কোয়েট্টা গ্লাডিয়েটরস সঙ্গে করাচি কিংসের ম্যাচে ঘটেছে এই ঘটনা। ওই ব্যাটসম্যান খেলছিলেন গ্লাডিয়েটর্সের হয়ে। কিন্তু ওই ব্যাটসম্যানের কাজ নিয়ে যত না আলোচনা, তার থেকে বেশি আলোচনা ব্যাটসম্যানের পিতৃপরিচয় নিয়ে। কারণ, তাঁর বাবা হলেন পাকিস্তানের প্রাক্তন উইকেটরক্ষক মইন খান। মইনের ছেলে আজম খানের অদ্ভুতভাবে রান নেওয়া নিয়ে মজায় মেতেছেন নেটাগরিকরা।
দেখুন সেই ভিডিয়ো—
আরও পড়ুন: বাংলার বিরুদ্ধে শেষ চারের স্কোয়াড ঘোষণা করল কর্নাটক, দলে ফিরলেন রাহুল
আরও পড়ুন: সতর্ক হয়ে ব্যাট করতে গিয়ে রানের গতি কমেছে, পূজারাদের কড়া বার্তা কোহালির