ছবি: টুইটার থেকে
ছিলেন দর্শক আসনে। এক হাতে ছিল সন্তান, অন্য হাতে ঠান্ডা পানীয়ের গ্লাস। বেসবল ম্যাচ দেখার সময় একটা বল উড়ে আসে তাঁর দিকে। মুহূর্তের মধ্যে কোলের সন্তানকে ছেড়ে দেন তিনি। সেই হাতে দিয়ে বল ধরেই ফের ধরে নেন সন্তানকে।
কয়েক মুহূর্তের জন্য সন্তান ছিল শূন্যে। ঘটেই যেতে পারত কোনও বড় অঘটন। সঠিক সময় সন্তানকে না ধরলে হয়তো পড়েই যেত সে। এমন ঘটনা নেটমাধ্যমে ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি। তবে বেশির ভাগ নেটাগরিকের মতে ঠিক কাজ করেননি সেই বাবা।
ভিডিয়োটি দেখেছেন প্রায় এক কোটি ১৮ লক্ষ মানুষ। অনেকেই এমন কীর্তির জন্য দোষারোপ করেছেন ভিডিয়োর সেই ব্যক্তিকে। কেউ লিখেছেন, ‘খারাপ বাবা’। কেউ লিখেছেন, ‘খুব বাজে বাবা। বাচ্চাটি ভয় পেয়ে গিয়েছিল মুখ দেখেই বোঝা যাচ্ছে। এত ছোট বাচ্চাকে নিয়ে খেলা দেখতে আসাই উচিত নয়।’
তবে অনেকে আবার প্রশংসা করেছেন এমন কীর্তির। যে ভাবে সন্তান, বল এবং গ্লাসটি মাটিতে পড়তে না দিয়ে ধরে নিয়েছেন, তা প্রশংসার দাবি রাখে বলেই মত অনেকের।