মুজারাবানি এগিয়ে এসে মাথা ঠেকিয়ে দেন তাসকিনের হেলমেটে। ছবি: টুইটার থেকে
বাংলাদেশ বনাম জিম্বাবোয়ের টেস্টে হঠাৎ ঝামেলায় জড়ালেন তাসকিন আহমেদ এবং ব্লেসিন মুজারাবানি। বৃহস্পতিবার এমনই ঘটনা ঘটল হারারের মাঠে।
বাংলাদেশের ইনিংসের তখন ৮৫তম ওভার চলছে। ব্যাট করছিলেন তাসকিন। মুজারাবানি বল করছিলেন। তাঁর বল সামলে দিয়ে অস্বাভাবিক অঙ্গভঙ্গি করেন তাসকিন। এটা ভাল ভাবে নেননি জিম্বাবোয়ের পেসার। এগিয়ে এসে মাথা ঠেকিয়ে দেন তাসকিনের হেলমেটে। দু’ জনের মধ্যে কথা কাটাকাটি হতেও দেখা যায়।
১৩২ রানে ৬ উইকেটে হারায় বাংলাদেশ। সেখান থেকে দলের হাল ধরেন লিটন দাস এবং মাহমুদুল্লাহ। লিটন ৯৫ রান করে আউট হন। শূন্য রানে ফিরে যান মেহেদি হাসান। এর পরেই বাংলাদেশের হয়ে ১৯১ রানের জুটি গড়েন মাহমুদুল্লাহ এবং তাসকিন। ১৩৪ বল খেলে তাসকিন করেন ৭৫ রান। মাহমুদুল্লাহ ১৫০ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশ প্রথম ইনিংসে তোলে ৪৬৮ রান। জিম্বাবোয়ের হয়ে ৪ উইকেট নেন মুজারাবানি। তিনিই সব চেয়ে সফল বোলার। ব্যাট করতে নেমে জিম্বাবোয়ের স্কোর ১ উইকেট হারিয়ে ১১৪ রান।