Sachin Tendulkar

বেন স্টোকসকে ‘সর্বকালের সেরা’ বলল আইসিসি, তুমুল সমালোচনা সচিন ভক্তদের

সোশ্যাল মিডিয়ায় আইসিসি-কে এক হাত নিচ্ছেন সচিন ভক্তরা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৯ ১৯:২৩
Share:

সচিনের হাতে পুরস্কার নিচ্ছেন স্টোকস। ছবি টুইটার থেকে সংগৃহীত।

ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়ে ম্যাচের নায়ক হয়েছিলেন বেন স্টোকস। ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার তুলে দিয়েছিলেন ‘ক্রিকেট দেবতা’ সচিন তেন্ডুলকর। সেই ছবি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছিল সেই সময়।

Advertisement

সেই টুইটটি আজ, বুধবার ফের রিটুইট করা হয়েছে আইসিসি-র অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে। তার পরই সোশ্যাল মিডিয়ায় আইসিসি-কে এক হাত নিচ্ছেন সচিন ভক্তরা।

হেডিংলেতে অ্যাসেজ টেস্টে স্টোকসের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে এক উইকেটে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় ইংল্যান্ড। তার পরই সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের কাছেই প্রশংসিত হয়েছেন স্টোকস। কিন্তু তাই বলে তাঁকে সর্বকালের সেরা বলা বা সচিনের সঙ্গে তুলনা করা মেনে নিতে পাচ্ছেন না সচিনভক্তরা।

Advertisement

আর আইসিসির ওই টুইটে সেই ক্ষোভ উগরে দিয়েছেন সচিন ভক্তরা। দু’জনের পরিসংখ্যানের তুলনা করেই আইসিসির এই টুইটকে নাকচ করেছেন। আবার কিছু সচিনভক্ত অভিমান করে বলেছেন, যথেষ্ট মর্যাদা পাচ্ছেন না ‘ক্রিকেট দেবতা’।

আরও পড়ুন: এ ভাবেই ওয়ার্কআউট করেন সিন্ধু! ভিডিয়ো দেখলে চমকে যাবেন

আরও পড়ুন: রজারের সামনেও নির্ভীক, এক সেটে একশো নাগাল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement