Vijay Hazare trophy

রাজধানীতে ফিরছে ক্রিকেট, বিজয় হজারের নকআউট পর্বের খেলা হবে দিল্লিতে

আগামী ৭ মার্চ থেকে নকআউট পর্বের খেলা শুরু হবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২১ ১০:৩০
Share:

অরুণ জেটলি স্টেডিয়াম। ফাইল ছবি

চলতি বিজয় হজারে ট্রফির নকআউট পর্বের খেলা হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম এবং পালাম মাঠে। আগামী ৭ মার্চ থেকে নকআউট পর্বের খেলা শুরু হবে। এ বিষয়ে সমস্ত রাজ্য সংস্থাকে চিঠি পাঠিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড

Advertisement

এখন ভারতের ছ’টি কেন্দ্রে জৈব সুরক্ষা বলয়ে বিজয় হজারে ট্রফির খেলা অনুষ্ঠিত হচ্ছে। দিল্লির দুটি কেন্দ্রেও ক্রিকেটারদের জন্য জৈব সুরক্ষা বলয় গড়ে তোলা হবে। মোট ছ’টি গ্রুপ তৈরি করে খেলা হচ্ছে। পাঁচটি এলিট গ্রুপ এবং একটি প্লেট গ্রুপ।

বোর্ডের সূচি অনুযায়ী, প্রি-কোয়ার্টার ফাইনাল খেলা হবে ৭ মার্চ। ৮ এবং ৯ মার্চ হবে কোয়ার্টার ফাইনালের খেলা। দুটি সেমিফাইনাল খেলা হবে ১১ মার্চ। এরপর ১৪ মার্চ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে।

Advertisement

ভারতের মাটিতে এটি দ্বিতীয় ঘরোয়া টুর্নামেন্ট। এর আগে সৈয়দ মুস্তাক আলি ট্রফি অনুষ্ঠিত হয়েছিল। করোনার কারণে রঞ্জি ট্রফি বাতিল হয়ে যাওয়াতেই বিজয় হজারে অনুষ্ঠিত হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement